Ajker Rashifal, 15 March 2025, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?
দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করবেন না। নতুন পরিকল্পনা ভাল সুবিধা দেবে। বন্ধুদের থেকে অপ্রত্যাশিত ঘটনা জানতে পারবেন। দীর্ঘ ঝামেলা মিটিয়ে নিন।
যদি না ভয় থাকে তবে কাজ অনুযায়ী এগিয়ে যান। সামনে প্রতিকূলতা আসবে তবে বুদ্ধি কাজে লাগান। কখনও কখনও অভিজ্ঞতাও কথা বলে, নিজের কাজকে ছোট করবেন না। কিছু ক্ষেত্রে আজকে বেশি সাবলীল হতে হবে। আর্থিক লাভ থাকবে।
নিজেকে সুস্থ রাখুন। ক্ষমতা বেশি থাকবে। প্রিয়জনের থেকে অনেক সুখ পাবেন। বিবাহিত হলে সম্পর্কে নজর দিন। আর্থিক অবস্থার অবনতি ঘটবে। সদস্যরা অত্যন্ত দাবিদার হবে। সীমাহীন সৃজনশীলতা আজকে লাভ দেবে।
কেউ কেউ আজ আপনার বিরোধী হবে। সতর্ক থাকা দরকার। চাইলেও মুখ ঘুরিয়ে নেওয়া যায় না, তবে বেশ কিছু ক্ষেত্রে এটি হতে পারে। মনের উদারতা ভাল তবে কাউকে সুযোগ নিতে দেবেন না। অযথা ঝামেলা করা বন্ধ করুন। সবাই আপনার মত নাও হতে পারে তাই মানিয়ে নিন।
স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে ভাল পরিকল্পনা করতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ মারাত্মক হতে পারে। সিদ্ধান্ত নিতে যাবেন না। বিবাহের ক্ষেত্রে এক ভাল সুযোগ। সহকর্মী এবং অধস্তন থেকে দুশ্চিন্তা আসবে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করুন। সময়ের দুর্ব্যবহার করবেন না। মেজাজ খারাপ হবে।
সজাগ থাকুন, কাউকে সুযোগ দেবেন না। সমস্যার সমাধান করুন। অতীতের সঙ্গে মোকাবিলা করতে শিখুন, চাইলেই অনেক কিছু সরিয়ে দেওয়া যায়। অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি হলেও সমস্যা থাকবেই। সবাইকে সব কথা বলবেন না। গোপন রাখুন।
ক্ষমতা শক্তি বেশি থাকে। কর্মক্ষেত্রে অভিভাবকের পরামর্শ ভাল থাকবে। পরিবারের হিতে ভাল কাজ করুন। ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত। ভালবাসার জন্য উৎসাহ থাকবে। সৃষ্টির সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের আজকে অনেক ভাল হবে। নিজের জন্য সময় বের করুন।
ব্যক্তিত্ব ভাল রাখুন। মানসিক অশান্তি থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি। আর্থিক উন্নতি থাকতে পারে। পার্টনারের থেকে আনন্দ পাবেন। আবেগ দিয়ে কিছু করবেন না, ভেবে চিন্তে কাজ করুন।
অপ্রয়োজনীয় উত্তেজনা থাকবে। জীবনে রসকষহীন ভাব থাকবে। আর্থিক উন্নতি নিশ্চিত। নতুন কিছু শুরু করবেন। উদ্বেগ থাকবে। মেজাজ খারাপ হবে, লোকের সঙ্গে গন্ডগোল হবে। মূল্যবান সময় হবে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মানসিক চাপের সৃষ্টি হবে। আর্থিক লেনদেন চলবে। অনেকের থেকে কৃতিত্ব পাবেন। প্রেমিকার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। কর্মক্ষেত্রে অনেকের সঙ্গে কথা বললে আজকে জানতে পারবেন।
আশাবাদী হোন। উজ্জ্বল দিকটি বজায় রাখুন। প্রত্যয়ী প্রত্যাশা বজায় রাখুন। আকাঙ্খা বাস্তবায়নের এক ভাল দিক। আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। সতর্ক থাকুন, তোষামোদ করতে হবে। সমষ্টিগত লক্ষের এক চমকপ্রদ সময়। কিছু সময় সঙ্গীর সঙ্গে কাটাবেন।
মানসিক স্বাস্থ্য ভাল রাখুন। আধ্যাত্মিক জীবনের ইঙ্গিত। ভাল মন্দ যাই হোক, সেটি লুকিয়ে রাখবেন না। টাকা জমি বাড়িতে বিনিয়োগ করুন। চিন্তার অতীত কিছু ঘটনা ঘটবে, অন্যের থেকে সাহায্য পাবেন। লাভজনক দিন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)