Ajker Rashifal, august 01 2025, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal-- কেমন কাটবে আজকের দিন?
কাজে অসম্ভব বিলম্ব ঘটবে। যা আপনাকে ফ্রাস্ট্রেশনে ফেলবে। সাহস দেখান, তবে সতর্কও থাকুন।
আবেগ আপনাকে বিপথে চালিত করবে। তবে আপনার নিখাদ আনুগত্য আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে।
হতাশা ও অবসাদ অনুভব করবেন, তবে সেটার কবল থেকে বেরিয়ে পড়াই শ্রেয় হবে। রাগ থাকলে সেটা প্রকাশ করুন।
পরিশ্রম ও বুদ্ধিমত্তা আপনাকে যে কোনও পরিস্থিতিতে এগিয়ে রাখবে।
কাউকে বিট করার দরকার নেই। চিল থাকুন। আপনার চারপাশের লোকজন আপনাকে নিয়ে একটু কনফিউজড থাকবেন, তবে ব্যাপারটা আপনিই পরিষ্কার করে দিন।
সময় নষ্ট করার মতো সময় আপনার হাতে আজ থাকবে না। একটু ফ্রাস্ট্রেটেড থাকবেন।
নতুন সুযোগ আসবে, এমন সুযোগ, যা, আপনাকে বিস্মিত করে ফেলবে। কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো করবেন না। সময় নিন, ভেবে সিদ্ধান্ত নিন।
মানসিক শক্তি আপনার একেবারে তুঙ্গে থাকবে। টাকা আসবে হাতে।
দিনটি ভালো। টাকাপয়সা আসবে হাতে। বয়স্কদের সঙ্গে কথাবলার সময় একটু সতর্ক থাকুন।
কলিগদের সঙ্গে খুব অ্যাগ্রেসিভ বিহেভ করবেন না। আপনার সঙ্গী আজ আপনাকে একটু ব্যস্ত বিরক্ত করে রাখবেন।
পরিবারের মহিলামহলের আবেগপ্রবণতার দ্বারা চালিত হবেন আজ। সমস্ত ধরনের দ্বন্দ্ব পরিহার করুন।
বিপরীত লিঙ্গের মানুষজনের সঙ্গে আপনার সম্পর্ক বেশ একটা তীব্র রূপ পাবে। আপনি একটু ঘেঁটেও থাকতে পারেন! সাবধান!
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)