PHOTOS

Hottest Year 2025: ভয়াবহ! ধেয়ে আসছে গ্লোবাল ওয়ার্মিংয়ের অবিশ্বাস্য স্রোত? এ বছর জ্বলেপুড়ে খাক হয়ে যাবে সব...

2025 Could Be Hottest Year: ২০২৪ সালে ভয়াবহ পড়েছিল। এবার তার চেয়েও তাপমাত্রা বাড়লে কী হবে? কী করে বাঁচবে মানুষ?

Advertisement
1/6
নজরদারি
নজরদারি

শুধু গরম বাড়বে কি কমবে, এজন্যই নয়, ক্লাইমেট সায়েন্টিস্টরা আরও নানা জরুরি কারণে ২০২৫ সালের আবহাওয়াকে অনুবীক্ষণ যন্ত্রের নীচে রেখে দেখতে শুরু করেছেন। 

2/6
অ্য়াসিড টেস্ট
অ্য়াসিড টেস্ট

কী জানতে চান তাঁরা? 'হাউ ফাস্ট দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং'! জেমস হানসেন এবং পুষ্কার খারেছা বলছেন সেই দিক থেকে দেখলে এই ২০২৫ হতে চলছে অ্য়াসিড টেস্ট।

3/6
একই ঘরে তাপমাত্রা?
একই ঘরে তাপমাত্রা?

শিল্পবিপ্লব-পূর্ব সময়ে বিশ্বের গড় তাপমাত্রা যা ছিল তার চেয়ে তাপমাত্রা যতটা বেড়েছে সাম্প্রতিক সময়ে, এ বছর যদি সেটাই থাকে কিংবা তার থেকে বেশি হয়, তা হলে বিজ্ঞানীরা সেই ঘটনার একরকম তত্ত্ব তৈরি করবেন। 

4/6
যদি কমে?
যদি কমে?

আর যদি তার থেকে তাপমাত্রা কমে, তাহলে ব্য়াখ্যাটা সম্পূর্ণ অন্য রকম হবে। যা-ই ঘটুক না কেন, তার ব্যাখ্যা সম্পূর্ণ নতুন ভাবে ২০২৫-এর আবহাওয়াকে বিশ্লেষণ করবে। 

5/6
মানুষের ক্রিয়াকলাপ, নাকি প্রকৃতির খেয়াল?
মানুষের ক্রিয়াকলাপ, নাকি প্রকৃতির খেয়াল?

আর সেই বিশ্লেষণ থেকে এটাই বেরিয়ে আসবে, আগামীদিনে বিশ্বের গড় তাপমাত্রাবৃদ্ধির গতিরেখা কেমন করে এগোবে, কিংবা গ্লোবাল ওয়ার্মিংয়ের ছবিটা ঠিক কেমন হবে। জানতে চেষ্টা করা হবে, এই পরিবর্তন মানুষের ক্রিয়াকলাপের জন্য, নাকি তা প্রকৃতিরই নিজস্ব খেলা। 

6/6
আচমকা উষ্ণ
আচমকা উষ্ণ

তবে যা-ই হোক না কেন, ইদানীং আবহবিদদের মধ্যে এই আতঙ্কই ঘুরে ফিরে বেড়াচ্ছে যে, এই ২০২৫ হতে চলেছে সবচেয়ে উষ্ণ বছর। জেড টমাস নামের এক আবহবিজ্ঞানী বলছেন, হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে এ বছর, যাতে বিশ্ববাসী হাঁসফাঁস করবেন। কী হবে তখন? 





Read More