PHOTOS

Rajanya Haldar Prantik Chakraborty: 'কোন মুখে এত কথা রাজন্যার'! স্বামী প্রান্তিকই প্রোমোট করেছেন মনোজিতকে...

Prantik Chakraborty Controversy: মনোজিত্‍ মিশ্র নিয়ে সরব হওয়ার পর এবার কাঠগড়ার রাজন্যারই স্বামী। প্রান্তিক চক্রবর্তী নাকি ২০২১ সালের লিগ্যাল সেলে Co - Coordinator হিসেবে নিয়ে আসে মনোজিতকে।

Advertisement
1/7
রাজন্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ
রাজন্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ

রণয় তেওয়ারি: গত কয়েকদিন ধরে প্রতিবাদী মুখ হিসেবে মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন রাজন্যা হালদার। সাউথ ক্যালকাটা ল' কলেজের ঘটনা নিয়ে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। শুধু তাই নয়, গত ২৮ জুন, ফেসবুকে রাজন্যা লিখেছেন, 'ধর্ষককে নিয়ে তরজা নয় পয়েন্ট ব্ল্যাইংক রেঞ্জ থেকে ফায়ার করুন...।'

2/7
রাজন্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ
রাজন্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ

রাজন্যা জানান, তিনি লিঙ্গ বৈষম্যের স্বীকার। মনোজিতের ফোনে রাজন্যার A1 করা নগ্ন ফটো রয়েছে এবং এই ছবি সবার ফোনে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ইমেজ নষ্ট করার জন্যই। এই ভয়ংকর অভিযোগ পরই সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। কিন্তু সেই রাজন্যা হালদারের স্বামী, প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ। সেই অভিযোগ পত্রের কপি জি ২৪ঘণ্টার হাতে...

 

3/7
কী সেই অভিযোগ?
কী সেই অভিযোগ?

জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে তৃণমূল ছাত্র পরিষদের লিগ্যাল সেল তৈরি হয়। এই লিগ্যাল সেল তৈরির কান্ডারি ছিলেন প্রান্তিক চক্রবর্তী। সেই লিগ্যাল সেলে, Co - Coordinator হিসেবে নিয়ে আসা হয় মনোজিৎ মিশ্রকে। আর এখানেই আপত্তি তোলেন আইনজীবীদের একাংশ। কেউ প্রকাশ্যে কিছু বলতে না পারলেও, অনেকেই ক্ষোভ উগড়ে দেন।

4/7
আইনজীবী তিতাসের প্রশ্ন
আইনজীবী তিতাসের প্রশ্ন

এদের মধ্যেই একজন আইনজীবী তিতাস মান্না। তিনি প্রতিবাদ জানিয়ে ছিলেন বলেন, তাঁকে লিগ্যাল সেল থেকে 'শোকজ়' করা হয়েছিল। জি ২৪ ঘণ্টাকে তিতাস মান্না জানান, যে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই মনোজিৎ মিশ্রকে কীভাবে লিগ্যাল সেলের co -coordinator করা যায়!

 

5/7
তিতাসের প্রশ্ন
তিতাসের প্রশ্ন

তিতাস মান্না প্রশ্ন তোলেন যে, প্রান্তিক চট্টোপাধ্যায়ের স্ত্রী, রাজন্যা হালদার মিডিয়ায় মনোজিৎ মিশ্রকে নিয়ে অনেক কথাই বলছেন, কিন্তু এই মনোজিৎ মিশ্রর প্রশংসা কারা করেছিলেন তিনি কি জানেন না...! 

6/7
প্রান্তিকের সাফাই
প্রান্তিকের সাফাই

অভিযোগের পালটা প্রান্তিক জি ২৪ ঘণ্টাকে বলেন, '২০২২-এর যে কমিটিতে মনোজিত্‍ মিশ্রের থাকার কথা বলা হচ্ছে, তা নিয়ে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই কমিটির মুখ্য কর্ডিনেটর আমি ছিলাম না। আরও প্রচুর মেম্বার ছিল। আমি অ্যাডভাইজার হিসাবে ছিলাম। তাই এই নিয়ে আমি কিছু বলতে পারব না।' 

7/7

প্রান্তিকের কথা শুনে মনে হল, তিনি দায় ঠেলার চেষ্টা করছেন। এবং সরাসরি অভিযোগ অস্বীকার করছেন।





Read More