PHOTOS

Battle Tanks: সম্মুখসমরে শত্রুদলনে অতুলনীয়! রণক্ষেত্রের রাজা 'ট্যাংক' কোন দেশে কত? ভারত...

Main Battle Tanks: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলের নৃশংস হামলা এবং সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাত দেখেছে বিশ্ব। কিন্তু যুদ্ধক্ষেত্রে ট্যাংকের শক্তিতে কে এগিয়ে কে পিছিয়ে জানেন? 

Advertisement
1/10
চিন
চিন

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ট্যাংক আছে চিনের। গত কয়েক বছরে দেশটি নিজেদের ট্যাংকবহর দ্রুত বাড়িয়েছে। দেশটির বর্তমান ট্যাংকের সংখ্যা ৬ হাজার ৮০০। তাদের বহরে ‘টাইপ ৯৯’ ও অত্যাধুনিক প্রযুক্তির ‘টাইপ ৯৯এ’ মডেলের ট্যাংক রয়েছে।

2/10
রাশিয়া
রাশিয়া

রাশিয়ার ট্যাংকবহর বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তাদের বহরে টি-৭২, টি-৮০, টি-৯০ এবং অত্যাধুনিক প্রযুক্তির টি-১৪ আর্মাতা মডেলের ট্যাংক রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে দেশটির ট্যাংকের সংখ্যা ছিল ১২৫৫৬টি। রাশিয়ার বর্তমান ট্যাংকের সংখ্যা ৫৭৫০টি।

3/10
আমেরিকা
আমেরিকা

আমেরিকার ট্যাংকবহর বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধযানগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রধান ট্যাংকের নাম এম১ আব্রামস। এই ট্যাংকের আধুনিক সংস্করণগুলো হলো এম১এ১, এম১এ২ এবং এম১এ২ সেপ। এদের বর্তমান ট্যাংকের সংখ্যা ৪৬৪০টি।

4/10
উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ট্যাংকবহর সংখ্যায় বিশাল, কিন্তু প্রযুক্তিগতভাবে পিছিয়ে। বর্তমানে তাদের বহরে ৪৩৪৪টি ট্যাংক রয়েছে। সোভিয়েত রাশিয়ার তৈরি টি৩৪/৮৫, টি৫৫ এবং চীনের টাইপ-৫৯ মডেলের ট্যাংক ব্যবহার করে দেশটি। 

5/10
ভারত
ভারত

ভারতের প্রধান ট্যাংক অর্জুন। নিজেদের তৈরি এই ট্যাংক অত্যাধুনিক প্রযুক্তির। এতে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, ১২৫ মিমি স্মুথবোর কামান, উন্নত বর্ম ও অ্যাকটিভ প্রটেকশন সিস্টেম রয়েছে। মডেলটির সর্বশেষ সংস্করণের নাম এমকে-২। এ ছাড়া দেশটি সোভিয়েত আমলের তৈরি টি-৯০ ও টি-৭২ মডেলের ট্যাংকও ব্যবহার করে। তাদের বর্তমান ট্যাংকের সংখ্যা ৪২০১টি।

6/10
মিশর
মিশর

যুক্তরাষ্ট্রের তৈরি এম১এ১ আব্রামস মিশরের প্রধান ট্যাংক। এ ছাড়া সোভিয়েত আমলের তৈরি টি-৫৫ ও টি-৬২ মডেলের ট্যাংকও ব্যবহার করে দেশটি। দেশটির ট্যাংকের সংখ্যা ৩৬২০।

7/10
পাকিস্তান
পাকিস্তান

পাকিস্তানের প্রধান ট্যাংকগুলো হলো আল-খালিদ, আল-জারার, টি-৮০ইউডি, টি-৫৯। চীনের সহায়তায় তৈরি আল-খালিদে ১২৫ মিমি কামান, উন্নত ফায়ার কন্ট্রোল ও স্বয়ংক্রিয় লোডার রয়েছে। এদের ট্যাংকের সংখ্যা ২৬২৭টি।

8/10
তুর্কিয়ে
তুর্কিয়ে

জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক ব্যবহার করে তুর্কিয়ে। এই দেশের ট্যাংকবহরে যুক্তরাষ্ট্রের তৈরি এম৬০ প্যাটন, জার্মানির লেপার্ড১ ও লেপার্ড২ এবং নিজেদের তৈরি আলতাই রয়েছে। দেশটির বর্তমান ট্যাংকের সংখ্যা ২২৩৮। 

9/10
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার কে২ ব্ল্যাক প্যানথার বিশ্বের সেরা ট্যাংকগুলোর অন্যতম। নিজেদের তৈরি এই ট্যাংকে প্রায় সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেশটির বর্তমান ট্যাংকের সংখ্যা ২ হাজার ২৩৬টি।

10/10
ইরান
ইরান

ইরানের মোট ট্যাংকারের সংখ্যা ১৭১৩। প্রধান ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে সোভিয়েত রাশিয়ার তৈরি টি-৭২, টি-৫৫ ও টি-৬২। নিজেদের তৈরি ট্যাংক হলো জুলফিকার ও কারার।





Read More