PHOTOS

Train Electricity | Indian Railway: ১ কিমি যেতে কত বিদ্যুৎ লাগে একটি দূরপাল্লার ট্রেনের? কত টাকা সাশ্রয় হয় ভারতীয় রেলের...

Indian Railway: আগে ডিজেল ইঞ্জিন থাকলেও, বর্তমানে সব ডিজেল চালিত ইঞ্জিন-ই বৈদ্যুতিক ইঞ্জিনে বদলে গিয়েছে। সেইসঙ্গে ভারতীয় রেলের মুকুটে নয়া পালক যোগ করেছে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন। খুব শিগগিরই হয়তো বাস্তবায়িত হবে হাইস্পিড হাইপারলুপ ট্রেনও।

Advertisement
1/5
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ কিমি যেতে কত বিদ্যুৎ লাগে একটি দূরপাল্লার ট্রেনের? উত্তর জানলে সত্যিই চমকে যাবেন। 

2/5
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...

ভারতীয় রেল সূত্রে খবর, প্রতি কিলোমিটারে ২০ ইউনিট করে বিদ্যুৎ খরচ করে একটি বৈদ্যুতিক ট্রেন। 

3/5
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...

যার ফলে ইউনিট পিছু ৬.৫০ টাকা করে ভারতীয় রেলের ১ কিমি যেতে খরচ হয় ১৩০ টাকা। 

4/5
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...

এর আগে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ১ কিমি যেতে সাড়ে ৩ থেকে ৪ লিটার ডিজেল লাগত। 

5/5
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...
বিদ্যুতে ভারতীয় রেলের খরচ...

তাতে খরচ পড়ত প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা। ফলে এখন কিলোমিটার প্রতি সাশ্রয় হয় ২২০ থেকে ২৭০ টাকা।





Read More