PHOTOS

Karisma Kapoor's Husband Property Dispute: সঞ্জয় কাপুরের উত্তরাধিকার নিয়ে বিরোধ তুঙ্গে, ৩০,০০০ কোটির সম্পত্তি থেকে কত পাবে করিশ্মার সন্তানেরা?

Sunjay Kapur's children inherit: ফোর্বসের তথ্য অনুযায়ী, সঞ্জয় কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১.২ বিলিয়ন ডলার (প্রায় ১০,৩০০ কোটি টাকা)। ২০২২ এবং ২০২৪ সালে তার সর্বোচ্চ সম্পদ ১.৬ বিলিয়ন ডলার (প্রায় ১৩,০০০ কোটি টাকা) ছিল। তাঁর কোম্পানির মূল্য ৩০ হাজার কোটি। তবে কে পাবে উত্তরাধিকার? বিরোধ তুঙ্গে। ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতে করিশ্মা। সঞ্জয়ের মায়ের বিস্ফোরক অভিযোগ। 

Advertisement
1/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ই জুন হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফর্জিংস লিমিটেড (Sona Comstar)-এর চেয়ারম্যান সঞ্জয় কাপুরের। যিনি জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। তাঁর মৃত্যুর পরেই কোম্পানিতে একাধিক উচ্চপদে পরিবর্তন আনা হয়। এই অফিসিয়াল সিদ্ধান্তে সঞ্জয়ের মা রানি কাপুরও ক্ষুব্ধ, যিনি অভিযোগ করেছেন যে পারিবারিক উত্তরাধিকারকে ‘দখল করার’ চেষ্টা করা হচ্ছে।

 

2/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

সঞ্জয় কাপুর তাঁর বাবা মারা যাওয়ার পর ২০১৫ সালে সোনা কমস্টারের দায়িত্ব নেন। তাঁর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে – সামাইরা ও কিয়ান। ফোর্বসের তথ্য অনুযায়ী, সঞ্জয় কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১.২ বিলিয়ন ডলার (প্রায় ১০,৩০০ কোটি টাকা)। ২০২২ এবং ২০২৪ সালে তার সর্বোচ্চ সম্পদ ১.৬ বিলিয়ন ডলার (প্রায় ১৩,০০০ কোটি টাকা) ছিল।

 

3/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

আরকে ফ্যামিলি ট্রাস্ট-এর মাধ্যমে অরিয়াস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড-এর কাছে সোনা কমস্টারের প্রোমোটার শেয়ার রয়েছে। এই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী ছিলেন সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর, তাঁর সম্পত্তি এবং সম্পদের ব্যবস্থাপনা তাঁর স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের হাতে এসেছে।

4/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

তবে, উত্তরাধিকারের অংশ হিসেবে সঞ্জয় কাপুর তাঁর দুই সন্তান সামাইরা (২০) এবং কিয়ান (১৪)-এর জন্য ১৪ কোটি টাকার বন্ড উপহার হিসেবে দিয়েছিলেন। একই সঙ্গে, নিশ্চিত করেছিলেন যে তাঁরা দুজনেই মাসিক ১০ লক্ষ টাকা করে পাবেন। সম্পত্তির ভাগের সময় করিশ্মাকে সঞ্জয় কাপুরের বাবার মালিকানাধীন একটি বাড়িও দেওয়া হয়েছিল।

5/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

উত্তরাধিকার নিয়ে এই বিবাদের মধ্যেই, সোনা কমস্টার সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভায় প্রিয়া সচদেব কাপুরকে ২৩ জুলাই, ২০২৫ থেকে একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। এর প্রতিক্রিয়ায়, ২৪ জুলাই রানি কাপুর কোম্পানিকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি অভিযোগ করেন যে পরিবারের শোকের সময়কে কিছু মানুষ ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং পারিবারিক উত্তরাধিকার দখল করতে’ ব্যবহার করেছে।

6/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

সঞ্জয় কাপুরের মা আরও অভিযোগ করেছেন যে ছেলের মৃত্যুর পরপরই তাঁকে কিছু নথিতে সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি বোর্ডকে বার্ষিক সাধারণ সভা বাতিল করার এবং নতুন কোনো পরিচালক নিয়োগ না করার জন্যও অনুরোধ জানিয়েছিলেন। এরপরেই গত বৃহস্পতিবার দুই ছেলে মেয়েকে নিয়ে দিল্লি যান করিশ্মা। 

7/7
সম্পত্তি নিয়ে টানাপোড়েন
সম্পত্তি নিয়ে টানাপোড়েন

এমনকী সঞ্জয়ের মৃত্যুর পরে তাঁর স্ত্রী প্রিয়া সচদেবের আচমকা পদবী পরিবর্তন করে সচদেব কাপুর হওয়া ও প্রিয়ার আগের পক্ষের মেয়েরও পদবী পরিবর্তন করে কাপুর সংযোজনকে ভালো চোখে দেখছে না কেউই। তাহলে কী সামাইরা ও কিয়ানকে বঞ্চিত করে পুরো সম্পত্তিই দখল করতে চাইছেন প্রিয়া সচদেব কাপুর? ছেলে মেয়েকে সম্পত্তি পাইয়ে দেওয়ার জন্যেই মুম্বই ছেড়ে দিল্লি গিয়েছেন করিশ্মা? যদিও এই বিষয়ে মুখে কুলুপ সকলেরই। 





Read More