Sunita Williams returns | NASA: ৮ দিনের মহাকাশ সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আটকে থাকতে হল ৯ মাস। আর সেইসময় বেতন এবং ভাতা হিসেবে কত টাকা পাবেন? অঙ্কটা কত?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ৯ মাস পর ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস। রবিবার সকাল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রিউ-১০। সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে।
সুনীতাদের ২৫ সেকেন্ডের ভিডিয়োবার্তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন মাস্ক নিজে। নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় বুধবার ভোর রাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীর বুকে ল্যান্ড করবে।
৮ দিনের বদলে প্রায় ৩০০ দিন ধরে মহাকাশেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বন্দি থাকতে হল তাদের। ৩০০ দিনের ওভারটাইম কত? অবসরপ্রাপ্ত মহাকাশচারী ক্যাডি কোলম্যানের মতে, বেশিদিন থাকায় সুনীতারা বাড়তি কোনও বেতন পাবেন না।
সুনীতারা আমেরিকার সরকারি কর্মচারী। তাই মহাকাশে তাদের সময়কাল পৃথিবীতে যে কোনও নিয়মিত ওয়ার্ক ট্রাভেলের মতোই বিবেচিত হবে। খাওয়া-দাওয়া ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছে নাসা।
কোনও কারণে অভিযান দীর্ঘায়িত হলে প্রতিদিন মাত্র ৪ ডলার অর্থাত দিনে ৩৪৮ টাকা করে দেওয়া হয় মহাকাশচারীদের। সেই হিসাবে ১১৪৮ ডলারের কাছাকাছি পেতে পারেন সুনীতা ও বুচ। ভারতীয় মুদ্রায় ৯৯,৯০০ টাকার মতো।
সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গী বুচ উইলমোর জিএস-১৫ স্তরে রয়েছেন। এটি সর্বোচ্চ স্তর। ভারতীয় মুদ্রায় ১.০৮ কোটি টাকা থেকে ১.৪১ কোটি টাকা তাদের বেসিক স্যালারি হওয়ার কথা। ১৯৯৮ সালে সুনীতা নাসার জন্য সিলেক্টেড হন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নাসার হয়ে মহাকাশ গবেষণার কাজ করে চলেছেন।