PHOTOS

Fat Lump | Lipoma: ঘাড়ের উপরে ফুলে উঠেছে কোনও লাম্প! আয়ুর্বেদে রয়েছে মোক্ষম মুক্তির উপায়...

Advertisement
1/5
ঘাড়ে পিঠে ফোলা ভাব
ঘাড়ে পিঠে ফোলা ভাব

পিঠে বা ঘাড়ে কোথাও একটা জায়গা ফুলে গিয়েছে। হাত দিলে মনে হচ্ছে থলথলে কোনওকিছু রয়েছে ভেতরে। এনিয়ে দিনরাত বিরক্তির সীমা নেই।

2/5
নার্ভের উপরেও হতে পারে
নার্ভের উপরেও হতে পারে

এই ধরনের লাম্প নার্ভের উপরেও হতে পারে। কখনও যন্ত্রণা হয়, কখনওবা কোনও ব্যথা হয় না। এই ধরনের লাম্প হলে অনেকরকম চিন্তা হতে পারে। ক্যান্সারেও এরকম দেখা যায়। তাই আগেভাগেই এর চিকিত্সা করা প্রয়োজন।

 

3/5
আয়ুর্বেদে ভালো ফল
আয়ুর্বেদে ভালো ফল

খারাপ কিছু না হলে ওই ধরনের লাম্পের ভেতরে থাকে মূলত চর্বি। এই ধরনের ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিত্সায় ভালো ফল পাওয়া যায়।  কীভাবে?

4/5
কীভাবে মিশ্রণ বানাবেন
কীভাবে মিশ্রণ বানাবেন

লাম্পের চিকিত্সার জন্য লাগবে হলুদ গুঁড়ো। নিতে হবে ১ চা চামচ। এর সঙ্গে দিতে হবে ৪টি লবঙ্গের গুঁড়ো। এবার মিশিয়ে নিতে হবে।

5/5
কীভাবে ব্যবহার করবেন
কীভাবে ব্যবহার করবেন

ওই মিশ্রণের সঙ্গে এক চামচ সর্ষের তেল মিশিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণ লাগিয়ে নিয়ে আপনার লাম্পের উপরে। তারপর এর উপরে একটা ব্যান্ডেজ লাগিয়ে রাতে শুতে যান। পরের দিন সকালে খুলে ধুয়ে নিন। এভাবে কয়েকদিন করলেই দেখবেন ওই লাম্প গলতে শুরু করেছে।  

 





Read More