Operation Sindoor Day 2: কোন দেশ কার পাশে? যুদ্ধ (India Pakistan War) বাধলে সাধারণত এই প্রশ্নটাই সকলের মনে ওঠে। 'অপারেশন সিঁদুরে'র (Operation Sindoor) পরে এই প্রশ্ন আরও বেশি করে ওঠে সকলের মনে। গতকালের আপডেটে জানা গিয়েছিল, ভারত-পাক যুদ্ধ বাধলে তা আসলে হবে আমেরিকা-চিনের যুদ্ধ। কিন্তু তার পরেও প্রশ্ন থাকে, বিশ্বের এতগুলি দেশের কার কী সমীকরণ?
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা 'অপারেশন সিঁদুর' অভিযানের পর বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।
কোন কোন দেশ? পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতের পাল্টা 'অপারেশন সিঁদুর' অভিযানের পরে কোন কোন দেশ দাঁড়াল ভারতের পাশে?
ব্রিটেনের বিদেশমন্ত্রী বলেছেন, এমন হামলায় ভারতের ক্ষিপ্ত হওয়া খুবই স্বাভাবিক। পাকিস্তানকে নিজের দেশের ভেতর সন্ত্রাসবাদ ঠেকাতে আরও কঠোর হতে হবে। সাংসদ ঋষি সুনক বলছেন, অন্য কোনো দেশ থেকে জঙ্গি হামলা মেনে নেওয়া যায় না। ভারত যা করেছে, তা একদম ঠিক। প্রীতি প্যাটেল বলেছেন, নিজের দেশের মানুষকে রক্ষা করা ভারতের অধিকার। জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করাটাও দরকারি।
ফ্রান্স সরকার বলেছে, পহেলগাঁওয়ের হামলা নিন্দনীয়। তারা ভারতের পাশে আছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে সমর্থন জানায় তারা।
ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, যারা নিরীহ মানুষের উপর হামলা করে, তাদের কোনো জায়গা থাকা উচিত নয়।
সাংসদ গির্ট ওয়াইল্ডারস বলেন, কাশ্মীর ১০০% ভারতের। তিনি টুইটে #PakistanBehindPahalgam ব্যবহার করেন।
কংগ্রেসম্যান শ্রী থানেদার বলেন, সন্ত্রাসবাদ চলতে পারে না, অপরাধীদের শাস্তি পেতেই হবে। ভারতের পাশে থাকার কথা জানান তিনিও।
পানামার বিদেশ মন্ত্রক জানায়, এই দুঃসময়ে ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তারা ভারতের পাশেই আছে।
দু'দেশের যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেলে এই ভাবেই হয়তো সারা বিশ্বের দেশগুলির মধ্যে সমীকরণ তৈরি হয়ে যাবে!