PHOTOS

Hrithik Rosha Birthday: জন্মদিনে সুখবর, সাত পাকে বাঁধা পড়ছেন হৃতিক-সাবা

Advertisement
1/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার হৃতিক রোশনের ৪৯ তম জন্মদিন। জন্মদিনেই সামনে এল বড় খবর।

 

2/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

২০২৩ সালের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন ও সাবা আজাদ।

 

3/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

যখন প্রেম নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যায় তখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না হৃতিক। তবে মাঝেমাঝেই একসঙ্গে দেখা মেলে হৃতিক ও সাবার।

 

4/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

শোনা যাচ্ছে বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই তাঁদের, তবে এবছরের শেষের একটি দিন ধার্য করছেন হৃতিক ও সাবা।

 

5/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

সূত্রের খবর, বন্ধু ও কাছের বন্ধুদের নিয়ে নিভৃতেই বিয়ে করতে চান তারকা দম্পতি।

 

6/6
হৃতিক-সারার বিয়ে
হৃতিক-সারার বিয়ে

তবে বিয়ের এই খবর সম্পর্কে মুখ খোলেননি হৃতিক ও সাবা দুজনেই।





Read More