PHOTOS

দুই ছেলেকে নিয়ে আউটিং-এ সুজান-হৃত্বিক

Advertisement
1/6
Sussanne 6
Sussanne 6

রবিবার রাতে মুম্বইয়ের জুহুর একটা সিনেমা হল থেকে বের হতে দেখা যায় সুজান-হৃত্বিক ও তাঁদের দুই ছেলে রেহান-হৃদানকে।

2/6
Sussanne 5
Sussanne 5

কিছুদিন আগেই হৃত্বিক বলেছিলেন, ''সুজান আর আমি দুজনেই আমরা এখনও একে অপরের ভালো বন্ধু, দুজনেই দুজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখি। ''

3/6
Sussanne 4
Sussanne 4

তবে শোনা যাচ্ছে, হৃত্বিক ও সুজান নাকি ফের এক হচ্ছেন, আর এখবরে খুশি হৃত্বিক-সুজান ফ্যানরা।

4/6
Sussanne 3
Sussanne 3

এর আগে দুই ছেলেকে নিয়ে একসঙ্গে বিদেশে ছুটি কাটাতেও গিয়েছিলেন সুজান-হৃত্বিক।

5/6
Sussanne 2
Sussanne 2

তিন বছর হল বিবাহ বিচ্ছেদ হয়েছে তবুও দুই ছেলে রেহান ও হৃদানের উপর তার প্রভাব পড়তে দেননি হৃত্বিক-সুজান। দুই ছেলেকে নিয়ে সবসময়ই একসঙ্গে সময় কাটান বলিউডের এই 'এক্স কাপল'। 

6/6
Sussanne 1
Sussanne 1

রবিবার দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন হৃত্বিক-সুজান।





Read More