PHOTOS

Hrithik Roshan: প্রেমে পড়েছেন হৃত্বিক! হাতে হাত রেখে ক্যামেরাবন্দি অভিনেতা, কে তাঁর নয়া বান্ধবী?

Advertisement
1/10
প্রেমে পড়েছেন হৃতিক!
প্রেমে পড়েছেন হৃতিক!

নিজস্ব প্রতিবেদন: বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর, মিটেছে কঙ্গনার সঙ্গে প্রেমের তরজাও। বেশ অনেকদিনই এলিজেবল ব্যাচেলরের জীবন কাটাচ্ছিলেন হৃতিক রোশন, তবে তাঁর জীবনে এসেছে নতুন মানুষ, এমনটাই ছিল গুঞ্জন। 

 

2/10
গুঞ্জনে সিলমোহর!
গুঞ্জনে সিলমোহর!

শুক্রবার মুম্বইয়ের খারে একটি রেস্তরাঁয় হাজির হয়েছিলেন হৃতিক, পিছু নিয়েছিল ক্য়ামেরাও। সেখানেই হৃতিক ফ্রেমবন্দি হলেন সাবা আজাদের সঙ্গে। দুজনকে একসঙ্গে হাত ধরে রেস্তরাঁ থেকে বেরতে দেখা যায়। তাহলে কি গুঞ্জনে সিলমোহর দিলেন হৃতিক?

 

3/10
কে হৃতিকের নয়া বান্ধবী?
কে হৃতিকের নয়া বান্ধবী?

হৃতিক যাঁকে হাত ধরে ক্যামেরার থেকে বাঁচিয়ে রেস্তরাঁ থেকে সযত্নে নিজের গাড়িতে বসালেন তিনি হলেন সাবা আজাদ, আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা।

 

4/10
সিঙ্গার সাবা
সিঙ্গার সাবা

ইমাদ শাহের সঙ্গে তাঁর যৌথ মিউজিক ব্য়ান্ডের নাম ম্যাড বয় মিঙ্ক। সারা ভারত জুড়ে ওয়েস্টার্ন মিউজিক পারফর্ম করেন এই ডুয়ো।

 

5/10
ফটোশুটে
ফটোশুটে

তবে গানের পাশাপাশি সাবা একজন মডেল। বেশ কয়েকটি পত্রিকার জন্য ফটোশুট করেছেন তিনি।

 

6/10
বোল্ড সাবা
বোল্ড সাবা

সাবার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে দেখা যায় তাঁর অজস্র বোল্ড ফটোশুটের ছবি।

 

7/10
ফিল লাইক ইশক
ফিল লাইক ইশক

ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ও করেছেন তিনি। নেটফ্লিক্সের ফিল লাইক ইশকে অভিনয় করেছেন সাবা। 

 

8/10
রকেট বয়েজ
রকেট বয়েজ

মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ওয়েব সিরিজ রকেট বয়েজ। সেখানেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে, তাঁর দেখা মিলেছে ট্রেলারেও।

 

9/10
প্রেমে পড়েছেন!
প্রেমে পড়েছেন!

সাবার ব্যাপারে যদিও এখনও মুখ খোলেননি হৃতিক, তবে তাঁর সারার প্রতি প্রোটেকটিভ অ্যাটিটিউড দেখে বোঝাই যাচ্ছে তাঁদের সম্পর্ক।

 

10/10
আগামীতে...
আগামীতে...

দীপিকা পাড়ুকোনের সঙ্গে আগামী ছবি ফাইটারে অভিনয় করছেন হৃতিক। শোনা যাচ্ছে শাহরুখ, সলমনের সঙ্গেও এক ছবিতে দেখা যেতে পারে এই সুপারস্টারকে।





Read More