PHOTOS

Hurricane News: ভয়ংকর দুর্দান্ত বেগে অট্টহাস্য করতে-করতে ধেয়ে আসছে পাগলা দৈত্য! কোথায় আছড়ে পড়বে? কত গতিতে?

Hurricane Tropical Storm Erick Update: 'ন্যাশনাল হারিকেন সেন্টার' জানিয়ে দিয়েছে, 'ডালিলা' চলে গেলেও বিপদ কাটেনি, 'এরিক' অন দ্য ওয়ে!

Advertisement
1/7
কী এই এরিক?
কী এই এরিক?

আবহবিদেরা বলছেন, এটি একটি হারিকেন। স্থানীয় ভাবে একটি ঝড় তৈরি হয়েছে, যেটি ক্রমশ হারিকেনের দিকে টার্ন নিচ্ছে।

2/7
ডালিলা
ডালিলা

ডালিলা ছিল আর এক ভয়াবহ ঝড়। কদিন আগেই সে তাণ্ডব চালিয়ে গিয়েছে। 

3/7
বন্যা, কাদাস্রোত
বন্যা, কাদাস্রোত

ট্রপিক্যাল স্টর্ম ডালিলা ইতিমধ্যেই মেক্সিকো উপকূলে বন্যা, কাদাস্রোতের ধ্বংসসাধন ঘটিয়েছে। 

4/7
ক্রমশ এগিয়ে আসছে
ক্রমশ এগিয়ে আসছে

এবার আসছে এরিক। এর সিস্টেমটি ক্রমশ এগিয়ে আসছে এল সালভাদর, গুয়াতেমালা, মেক্সিকোর দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে। 

5/7
৯০ শতাংশ
৯০ শতাংশ

ন্যাশনাল হারিকেন সেন্টারের অনুমান, আগামী ৪৮ ঘণ্টায় এটির ভয়াবহ হারিকেন হয়ে ওঠার সমূহ সম্ভাবনা-- প্রায় ৯০ শতাংশ।

6/7
নিম্নচাপ-বলয়
নিম্নচাপ-বলয়

ন্যাশনাল হারিকেন সেন্টার তথা এনএইচসি (NHC) বলছে, মধ্য আমেরিকা ও ইস্টার্ন প্যাসিফিক উপকূলের কাছে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ, সঙ্গে দীর্ঘ এলাকা জুড়ে নিম্নচাপ-বলয়। 

7/7
বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি
বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি

এই এলাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে 'এনএইচসি'। তবে, এটি যদি হারিকেনে পরিণত না-ও হয়, তা হলেও আগামী কয়েকদিন ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হবে। 





Read More