Hurricane Tropical Storm Erick Update: 'ন্যাশনাল হারিকেন সেন্টার' জানিয়ে দিয়েছে, 'ডালিলা' চলে গেলেও বিপদ কাটেনি, 'এরিক' অন দ্য ওয়ে!
আবহবিদেরা বলছেন, এটি একটি হারিকেন। স্থানীয় ভাবে একটি ঝড় তৈরি হয়েছে, যেটি ক্রমশ হারিকেনের দিকে টার্ন নিচ্ছে।
ডালিলা ছিল আর এক ভয়াবহ ঝড়। কদিন আগেই সে তাণ্ডব চালিয়ে গিয়েছে।
ট্রপিক্যাল স্টর্ম ডালিলা ইতিমধ্যেই মেক্সিকো উপকূলে বন্যা, কাদাস্রোতের ধ্বংসসাধন ঘটিয়েছে।
এবার আসছে এরিক। এর সিস্টেমটি ক্রমশ এগিয়ে আসছে এল সালভাদর, গুয়াতেমালা, মেক্সিকোর দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের অনুমান, আগামী ৪৮ ঘণ্টায় এটির ভয়াবহ হারিকেন হয়ে ওঠার সমূহ সম্ভাবনা-- প্রায় ৯০ শতাংশ।
ন্যাশনাল হারিকেন সেন্টার তথা এনএইচসি (NHC) বলছে, মধ্য আমেরিকা ও ইস্টার্ন প্যাসিফিক উপকূলের কাছে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ, সঙ্গে দীর্ঘ এলাকা জুড়ে নিম্নচাপ-বলয়।
এই এলাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে 'এনএইচসি'। তবে, এটি যদি হারিকেনে পরিণত না-ও হয়, তা হলেও আগামী কয়েকদিন ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হবে।