PHOTOS

Hurricane Kirk: এবার ধেয়ে আসছে ভয়ংকরতম এক হারিকেন! ঝড়ের বেগ ঘণ্টায় ১৯৫ কিমি...

Hurricane Kirk: 'হেলেনে'র পর এবার 'কির্ক'! 'হারিকেন কির্ক'! ক্যাটেগরি ৩-এর এই হারিকেন এবার ক্রমশ শক্তিশালী হচ্ছে। কোথায় ধ্বংসলীলা ঘটাবে, কতটা বিধ্বংসী হবে?

Advertisement
1/6
ক্যাটেগরি-৩
ক্যাটেগরি-৩

গতকাল, বুধবারই আটলান্টিক ওশেনে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে ক্যাটেগরি-৩ হারিকেন কির্ক! 

2/6
'মেজর হারিকেন'
'মেজর হারিকেন'

এবং ক্রমশ একটি 'মেজর হারিকেনে' রূপ নেবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

3/6
পূর্বাভাস
পূর্বাভাস

তবে এটি ল্যান্ড এরিয়ায় কোনও ধ্বংসলীলা ঘটাবে এই মর্মে এখনও কোনও পূর্বাভাস জানাননি আবহাওয়াবিদেরা।

4/6
২০০০ কিমি দূরে
২০০০ কিমি দূরে

ঝড়টি উপকূল থেকে এখনও প্রায় ২০০০ কিমি দূরে। 

5/6
১৯৫ কিমি বেগে
১৯৫ কিমি বেগে

এর হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি! 

6/6
প্রাণঘাতী
প্রাণঘাতী

ঝড়ের সিস্টেমটি উত্তর-পশ্চিমের দিকে এগোচ্ছে ১৯ কিমি প্রতি ঘণ্টা বেগে। তবে, ঝড়টি যেরকম গতিশক্তি নিয়ে এগিয়ে আসছে তাতে এটি প্রাণঘাতী এক হারিকেনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে সমুদ্রে বিশাল ঢেউ উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।





Read More