PHOTOS

Kali Puja: এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা! কী কী থাকে তারাপীঠের ভোগে?

Kali Puja: ডাকিনী যোগিনীদের উদ্দেশ্যে দেওয়া এই ভোগ শ্মশানেই দেওয়া হয়। রাতে এক বারই এই ভোগ আয়োজন থাকে। বামদেবের খুব প্রিয় কুকুর ছিল শিবা। তার জন্যও থাকে বিশেষ ভোগ

Advertisement
1/5
তারাপীঠ
তারাপীঠ

দুপুরে দীপান্বিতা অমাবস্যার অন্নভোগে রয়েছে পাঁচ রকমের ভাজা। পাঁচ রকমের সবজি।

 

2/5
তারাপীঠ
তারাপীঠ

এছাড়াও রয়েছে পোলাও, পায়েস মিষ্টি। 

3/5
তারাপীঠ
তারাপীঠ

আমিষ ভোগের মূল উপাদান হল শোল মাছ। ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না তারা মা। 

4/5
তারাপীঠ
তারাপীঠ

কথিত আছে, জনৈক সওদাগর জয় দত্ত তাঁর মৃত পুত্রকে ফেরত পান। এই তারাপীঠ সংলগ্ন পুষ্করিণী 'জীবিত কুণ্ডের' শোল আশ্চর্যভাবে জীবিত হয়ে যায় অলৌকিক মায়ের মাহাত্ম্য থেকে ।  তারপর থেকেই মায়ের এই নৈবিদ্যে থাকে পোড়া শোল মাছ। 

5/5
তারাপীঠ
তারাপীঠ

ভোগের তালিকায় রয়েছে প্রেত ভোগও। ডাকিনী যোগিনীদের উদ্দেশ্যে দেওয়া এই ভোগ শ্মশানেই দেওয়া হয়।





Read More