PHOTOS

Iman Chakraborty: লিলুয়া থেকে লস অ্যাঞ্জেলস! অস্কারের দৌড়ে 'ইমন'-কল্যাণ...

Iman Chakraborty: অস্কারের দৌড়ে এই প্রথম বাংলা গান। জানা গিয়েছে, টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গান স্বীকৃতি পেল অস্কারের।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্কারের দৌড়ে এই প্রথম বাংলা গান। জানা গিয়েছে, টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গান স্বীকৃতি পেল অস্কারের।

 

2/6

গানের নাম 'ইতি মা'। গানটি পথশিশুদের নিয়ে গানটি গেয়েছেন ইমন।

3/6

জানা গিয়েছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্য়ালটে রয়েছে। সেই তালিকাতেই নিজের জায়গা করে নিয়েছেন ইমন।

4/6

এই গানটি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য গেয়েছিলেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়। গানটি মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর অর্থাত্‍ শিশু দিবসের দিন।

5/6

এই প্রসঙ্গে ইমন জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছেন, 'আমার ভীষণ ভালো লাগছে। একদমই প্রত্যাশা ছিলনা যে পৃথিবীর এত গানের মধ্য়ে আমার গানটাও মনোনীত হবে। সবচেয়ে বেশী ভালো লাগছে এটা ভেবে যে, আমি আমার দেশ, আমার বাংলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পেরেছি। পশ্চিমবঙ্গে মাথা উঁচু করতে পেরেছি।'

6/6

২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন।





Read More