8th Pay Commission: পে কমিশনে এবার বৃদ্ধির সুনামি, মধ্যবিত্তের সংসারে টাকার বন্যা। কানাঘুষো শোনাই যাচ্ছিল, এবার সেটাই সত্যি হল।
এই পে কমিশনের জেরে বেতনের স্ট্রাকচারে আসছে বিপুল বদল। এর জেরে ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ বাড়বে, বাড়বে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর।
স্বংয় মোদীর উপস্থিতিতে এই কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ, বৃহস্পতিবার এ বিষয়ক ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার পরে প্রায় ১ কোটি সরকারি কর্মচারীর ঘরে আনন্দের জোয়ার।
শুধু সরকারি কর্মচারীদের নয়, খুশির হাওয়া পেনশনভোগীদের সংসারেও। ২০২৫ সালের বাজেটের আগেই এসে গেল এই ষোষণা।
সেভেন্থ পে প্য়ানেলের মেয়াদ শেষ হলেই শুরু হবে আসন্ন এইটথ পে কমিশন। তবে এর আগে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে বিষয়টা ঠিক হবে।
সরকারি কর্মচারীর ইউনিয়নের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের যেন ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়। তবে সরকার ঠিক করেছে তারা ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। 'ফিটমেন্ট ফ্যাক্টর' হল মাইনে ও পেনশনের উপর বেস করে তৈরি করা একটা আঙ্কিক হিসাব। যার উপর নির্ভর করে পরের কমিশনের মাত্রা নির্দিষ্ট হবে।
ষষ্ঠ পে কমিশনে মাসিক ন্যূনতম বেসিক পে ছিল ৭০০০ টাকা। সপ্তম পে কমিশনে এটা বেড়ে হয়েছিল মাসিক ১৮, ০০০ টাকা। ষষ্ঠ পে কমিশনে ন্যূনতম পেনশন ছিল ৩,৫০০ টাকা থেকে সপ্তম পে কমিশনে এটা বেড়ে হয়েছিল ৯০০০ টাকা। এবার কোনটা কত হবে? বেতন হবে ৫০ হাজারের ঘরে, পেনশন হবে ২৫ হাজারের ঘরে।