PHOTOS

Imran Khan-Rekha: রেখার প্রেমে পড়েছিলেন বিদায়ী পাক-প্রধানমন্ত্রী ইমরান খান, কেন শেষমেষ ভেঙেছিলেন বিয়ে?

Advertisement
1/6
ইমরানের জনপ্রিয়তা
ইমরানের জনপ্রিয়তা

নিজস্ব প্রতিবেদন: পাক স্কিপার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, মহিলা মহলে ইমরান খানের জনপ্রিয়তা বরাবরই আকাশছোঁয়া। হ্যান্ডসাম ইমরানের প্রেমে পড়েছেন বলিউডের তাবড় তাবড় নায়িকারা। 

 

2/6
লেডি-কিলার
লেডি-কিলার

রেখা থেকে শুরু করে জিনাত আমন, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে 'লেডি-কিলার' ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো চর্চিত।

 

3/6
সম্পর্কের গুঞ্জন
সম্পর্কের গুঞ্জন

ইমরানের সঙ্গে রেখার প্রেম ছিল সবচেয়ে চর্চ্চিত। এমনকি শোনা যায় যে বিয়ে প্রায় নিশ্চিত হয়েছিল দুজনের। শুধুমাত্র রেখার সঙ্গে সময় কাটাতে বারংবার লাহোর থেকে মুম্বই আসতেন ইমরান খান। 

 

4/6
চর্চ্চিত প্রেম
চর্চ্চিত প্রেম

একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাঁদের। একটি সংবাদপত্রে তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর লেখাও হয়। বম্বের সৈকতে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গিয়েছে দু’জনকে। 

 

5/6
প্রেমে ভাঙন
প্রেমে ভাঙন

এমনকি রেখার মা-ও চাইতেন ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনওদিন কোনও মন্তব্য করেননি রেখা। 

 

6/6
বিয়ে ভাঙার কারণ
বিয়ে ভাঙার কারণ

তবে ইমরান খান সংবাদমাধ্যমে জানিয়েছিলেন,'নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্য়ই ভাল লাগে। আমি তাঁর সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনও ভাবতেও পারি না কোনও সিনেমার নায়িকাকে বিয়ে করব।'





Read More