PHOTOS

Imran Khan on Pahalgam Attack: 'পহেলগাঁও হামলা...'! বর্তমান পাক সরকারকে নিয়ে জেলবন্দি 'বেসুরো' ইমরানের 'বিস্ফোরক' দাবি...

Imran Khan on Pahalgam Attack: ভিন্ন সুর প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের গলায়? নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের তাগিদে নাকি বর্তমান পাক সরকারের স্বরূপ প্রকাশ করলেন জেলবন্দি ইমরান খান?

Advertisement
1/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দুঃখজনক ও মর্মান্তিক' ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ইমরান খানের।

2/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

দুর্নীতির দায়ে বর্তমানে নিজেই জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে বসেই ভারতে হামলার তীব্র নিন্দা করলেন তিনি। একইসঙ্গে চাঁছাছোলা ভাষায় বর্তমান পাকিস্তানে শেহবাজ শরিফের সরকারকে 'বেআইনি' বলেও আক্রমণ করেন তিনি।

3/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

ইমরান খানের আরও দাবি, ভারতের পহেলগাঁওতে সন্ত্রাসীদের হামলা 'দুঃখজনক ও মর্মান্তিক'। কিন্তু এর জন্য বর্তমান 'বেআইনি' পাক সরকারের কাছ থেকে কোনওরকম পদক্ষেপ আশা করা 'বোকামো'।

4/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

উল্লেখ্য, এর আগে যদিও পহেলগাঁও হামলা নিয়ে ভারতকেই কাঠগড়ায় তুলেছিলেন ইমরান খান। তবে এবার নিজের রাজনৈতিক ফায়দা তুলতেই তাঁর ভোলবদল বলে মত ওয়াকিবহাল মহলের। 

5/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গণহত্য়া চালায় জঙ্গিরা। ধর্ম যাচাই করে নির্বিচারে গুলি করে খুন করে ২৬ জন পর্যটককে।  তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধংদেহী মেজাজে ভারত। 

6/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

কুটনৈতিক স্তরে সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তেমনি সীমান্তে শক্তি দেখাতেও শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

7/7
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!
পহেলগাঁঁও হামলার তীব্র নিন্দা ইমরান খানের!

ওদিকে ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি বণ্টন স্থগিত করা নিয়ে ভারতকে নির্লজ্জ হুঁশিয়ারি দিয়েছেন বিলওয়াল ভুট্টোও। তাঁর দাবি, 'হয় জল বইবে, নইলে রক্তগঙ্গা...'





Read More