Income Tax Exemption for mothers: করছাড়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলন মাস্ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের মায়েদের সারাজীবনের জন্য আয়কর ছাড়!
যদি কোনও মায়ের দুই বা তার বেশি সন্তান হয়, তবে তিনি সারাজীবনের জন্য আয়কর ছাড় পেতে চলেছেন।
যুগান্তকারী ঘোষণা হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিএম ভিক্টর অরবানের।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই করছাড়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলন মাস্ক।
মাস্কের কথায়, এটা একটা দারুণ ইনসেনটিভ প্রোগ্রাম। বিরোধীরা যদিও বলছেন, ভোটব্যাঙ্কের রাজনীতি!