Income tax return filing deadline: দেশে নতুন কর ব্যবস্থা ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। সরকার জানিয়েছে, ১২ লক্ষ টাকার আয়ের উপর কোনও কর থাকবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করদাতাদের স্বস্তি দিয়ে এই বছরআয়কর রিটার্নের জন্য ডেডলাইন বৃদ্ধি পেল ৷
মঙ্গলবার মূল্যায়ন বছর ২০২৫-২৬ এর জন্য আইটিআর দাখিলের নির্ধারিত তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ৩১শে জুলাই ২০২৫ এর মধ্যে ফাইল করার জন্য নির্ধারিত দিন ছিল, সেই দিনটাই ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
সরকারি বিবৃতি অনুসারে সেন্ট্রাল ডিরেক্ট ট্যাক্স বোর্ড (সিবিডিটি) আইটিআর ফর্মগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিস্টেমে প্রস্তুতি ও আপডেট করা আইটিআরে নতুন সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নেওয়া হয়েছে।
এই বছর বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল ফর্মে। আর সেই কারণেই আয়কর দফতরের কিছুটা বেশি সময় দরকার হয়েছিল। আর সেই কারণেই এই ডেডলাইনের সম্প্রসারণ।
সিবিডিটি জানাচ্ছে, আইটিআরের ফর্মে যে পরিবর্তন হয়েছে তাতে করদাতাদের সুবিধাই হয়েছে। ফাইলিংয়ের পদ্ধতিকে সহজ বানানোর লক্ষ্যেই পরিবর্তন করা হয়েছে।
সাবধানে স্বাচ্ছন্দ্যে সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।
ভারতীয় কর আইন অনুসারে, আপনার আয় যদি মৌলিক ছাড়ের সীমা অতিক্রম করে তবেই আইটিআর দাখিল করা বাধ্যতামূলক। যা নির্ভর করে নির্বাচিত কর ব্যবস্থার উপর।