মার্কিন 'বাঙ্কার বাস্টার' GBU-57 থেকেও ৩ গুণ বেশি ক্ষমতা হবে ভারতের 'বাঙ্কার বাস্টার'-এর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে ব্রহ্মস। পাকমন্ত্রী নিজে মুখে স্বীকার করেছে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে ব্রহ্মসের আঘাতের পর মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড ভাবার মতো সময় পেয়েছিলেন তাঁরা।
এবার DRDO-র পরিকল্পনায় ব্রহ্মসের চেয়েও শক্তিশালী, ব্রহ্মসের চেয়েও ধ্বংসাত্মক দেশি 'বাঙ্কার বাস্টার' তৈরি করা!
ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা ব্যাবহার করেছে ভয়ংকর 'বাঙ্কার বাস্টার' বোমা। যার তীব্র আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের পারমানবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরডো, নাতাঞ্জে ও ইসফাহান।
এখন পাকিস্তান মাঝে মাঝেই ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে থাকে। তাই ভবিষ্যতে যদি দরকার পড়ে, তবে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডার ও পারমাণবিক ঘাটি ধ্বংস করতেই DRDO পরিকল্পনা নিয়েছে একটি দেশি 'বাঙ্কার বাস্টার' সিস্টেম তৈরির।
মার্কিন 'বাঙ্কার বাস্টার' GBU-57 থেকেও যার ৩ গুণ বেশি হবে ক্ষমতা। বোমার বদলে ভারত বানাচ্ছে 'বাঙ্কার বাস্টার' মিসাইল।
ভারতের এই দেশি 'বাঙ্কার বাস্টার' মিসাইলের গতি হবে ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার।
২৫০০ কিলোমিটার দূরের রেঞ্জে গিয়েও আঘাত হানতে পারবে ভারতের তৈরি এই 'বাঙ্কার বাস্টার' মিসাইল।
এমনকি পৃথিবীর অভ্যন্তরে ১০০ মিটার গভীরেও ধ্বংসযজ্ঞ চালাতে পারবে DRDO-র তৈরি এই দেশি 'বাঙ্কার বাস্টার'।
জানা গিয়েছে, এই 'বাঙ্কার বাস্টার' মিসাইল তৈরির জন্য DRDO প্রাথমিকভাবে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এরই ক্ষমতা বৃদ্ধি করছে।
স্বাভাবিকভাবেই ভারতের এই 'বাঙ্কার বাস্টার' মিসাইল তৈরির পরিকল্পনা ঘুম কেড়ে নিয়েছে পাকিস্তান ও চিনের।