Extreme Winter Due to La Nina: প্রচণ্ড গরম গেল। ভালো রকম বৃষ্টিও হয়েছে। এবার একটাই প্রশ্ন-- এ বছর শীত কেমন পড়বে?
এ বছর সেপ্টেম্বরে লা নিনা দেখা গিয়েছিল। এই লা নিনা ফেনোমেননই সাধারণত তাপমাত্রাকে অনেকটা নীচে ঠেলে দেয়।
লা নিনা বৃষ্টির পরিমাণও বৃদ্ধি করে। সেটা এবার হাতেনাতে দেখা গিয়েছে। ফলে কড়া শীত পড়ার অনুমানটাও সত্যি হওয়া হয়তো শুধু সময়ের অপেক্ষা।
কী এই 'লা নিনা'? আবহাওয়াবিদেরা মজা করে বলেন এটা হল 'এল নিনো'র কুলার কাউন্টারপার্ট!
তা না হয় হল। কিন্তু এই 'লা নিনা' ব্যাপারটা কী? সংক্ষেপে এবং সহজে বলতে গেলে 'লা নিনা' হল সমুদ্রতলের তাপমাত্রা কমে যাওয়া।
সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যে লা নিনা হতে শুরু করে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এটা জোরদার থাকে। লা নিনা কম পক্ষে ৯ মাস থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত থাকে। শক্তিশালী পুবালি বাতাস সমুদ্রের জলকে পশ্চিমে ঠেলে, এর ফলে সমুদ্রের উপরিতল ক্রমশ ঠান্ডা হয়ে যায়-- এটাই লা নিনা!
এবার লা নিনা-র এমন তীব্র শীত পড়বে ভারতে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর তো প্রায় জমেই যাবে। ভারতের বেশ কিছু রাজ্যের তাপমাত্রা ৩ ডিগ্রিতেও নেমে আসতে পারে! বোঝাই যাচ্ছে, ভয়ংকর মারণ শীত আপেক্ষা করে আছে আমাদের জন্য।