Top 5 high tech missiles of India: পহেলগাঁও হামলার পর থেকেই সীমান্তে ভারত-পাক উত্তেজনা বেড়েছে। যুদ্ধ বাঁধার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, ভারতের হাতে থাকা ৫ হাইটেক মিসাইল, যা পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট!
অগ্নি-৫ হল ভারতের DRDO- র তৈরি সলিড ফুয়েল(কঠিন জ্বালানি) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক (পরমাণু অস্ত্রবহনকারী) মিসাইল। ৫০০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। এটি একটি MIRV মিসাইল। যা কিনা পেলোডে একসঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যেগুলির প্রত্যেকটি এক-একটি পৃথক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সেইভাবেই প্রোগ্রাম করা হয়।
ব্রাহ্মোস ভারতীয়-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ- যেকোনও জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। এটি যেমন যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে, তেমনই স্থলেও প্রত্যাঘাত করতে পারে।
নাগ মিসাইল ভারতের তৈরি তৃতীয় প্রজন্মের ফায়ার-অ্যান্ড-ফরগেট (fire-and-forget) অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (ATGM)। এটি শত্রু ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটা ল্যান্ড-অ্যাটাকের পাশাপাশি হেলিকপ্টার-বোর্ন (helicopter-borne) মিসাইলও। যে কোনও আবহাওয়ায় ও দিনে-রাতে যে কোনও সময় এই মিসাইল আঘাত হানতে সক্ষম। নাগ মিসাইল "কোবরা" নামেও পরিচিত।
অস্ত্র মিসাইল স্বচালিত। লক্ষ্যবস্তুর দিকে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট পথ অনুসরণ করে আঘাত করে। এটি বায়ু থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য মিসাইল। বিমান থেকে আকাশে অবস্থিত লক্ষ্যবস্তুর উপর আঘাত করে এই মিসাইল।
শৌর্য ভারতের তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি ভূমি থেকে ভূমি মিসাইল। মূলত সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। শৌর্য মিসাইলের পাল্লা প্রায় ৭৫০ কিলোমিটার। ২০০ কেজি থেকে ১০০০ কেজি পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।