India Pakistan Conflict in Border: জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। ওই প্রান্ত থেকে ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। পাল্টা জবাবে গুলি চালায় ভারতও।
ভারত-পাক সীমান্তে 'ইনস্টেবিলিটি'র আশঙ্কার কথা বৃহস্পতিবারই সপাটে উড়িয়ে দিয়েছিল সেনা।
তবে জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। ওই প্রান্ত থেকে ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।
পাল্টা জবাবে গুলি চালায় ভারতও। সেনার গুলিতে শত্রুপক্ষ বেশ ক্ষতির মুখে পড়েছে বলেই খবর। তবে কতজন সেনা আহত হয়েছে, তা জানা যায়নি। আন্দাজ, বেশ কয়েকজন পাকসেনাই আহত।
গতকাল ভারতীয় সেনার এক অফিসার নিয়ন্ত্রণরেখার কাছে টহল দিচ্ছিলেন। সেই সময়ে ল্যান্ডমাইনে পা রেখে আহত হন তিনি।
দিনদুয়েক আগেই জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন-সহ দুই সেনা জওয়ান মারা গিয়েছিলেন। ওই বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত ছিল বলেই মনে করা হচ্ছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের এই ফেব্রুয়ারিতেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছরে এই প্রথম যুদ্ধবিরতি লঙঘন করল পাকিস্তান। সেই হিসেবে গত ৫ দিনে ৪ বার অশান্তি ছড়াল সীমান্তে।