PHOTOS

Mock Drill: মক ড্রিলে ঠিক কী কী ঘটবে? বাড়িতে টর্চ, মোমবাতি, টাকা রাখুন! ব্ল্যাকআউট হবে কলকাতাও?

What is mock drill: পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে উত্তেজনা বেড়েছে। এখন ভারত-পাকিস্তান যুদ্ধ-যুদ্ধ আবহের মধ্যেই আগামিকাল মক ড্রিল! 

 

Advertisement
1/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

India Pakistan tension: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দেশের ২৪৪ জেলায় হবে এই মক ড্রিল। যার মধ্যে রয়েছে দিল্লি, কলকাতাও। ব্ল্যাকআউট হয়ে যাবে দিল্লি। 

 

2/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

ব্ল্যাকআউট হয়ে যাবে কলকাতাও! এখন যে মক ড্রিল শব্দবন্ধ নিয়ে এত আলোচনা। চলুন জেনে নেওয়া যাক, কী এই মক ড্রিল? 

 

3/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

মক ড্রিলের মূল বিষয়টিই হচ্ছে, যুদ্ধের মহড়া! যুদ্ধ বাধলে সেই পরিস্থিতিতে কী করতে হবে, সেই বিষয়ে অবগত করা হবে নাগরিকদের। 

 

4/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

মহড়ার সময় সাইরেন বাজবে। বিমান হামলার সতর্কতা হিসেবেই এই সাইরেন বাজানো হয়। 

 

5/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

বিমান হামলার সাইরেন কীভাবে অনুসরণ করবেন। বিমান হামলা এড়াতে নাগরিকদের  কী কী ব্যবস্থা নেওয়া উচিত মক ড্রিলের সময় সেই সম্পর্কে বলা হবে।

 

6/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

সাধারণত, বিমান হামলার সময় ঘরে আলো নিভিয়ে রাখতে হয়। যাতে শত্রুপক্ষের চোখে না পড়ে! জানলার কাছেও যেতে নেই। দরজা-জানলা বন্ধ করে ঘরের ভিতরেই থাকতে হয়। 

 

7/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

এছাড়াও মহড়ায় রয়েছে ব্ল্যাকআউট পরিস্থিতিতে কী করবেন। মানে শহরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটলে কী করতে হবে? যারমধ্যে রয়েছে ঘরে টর্চ, মোমবাতি মজুত রাখতে হবে। 

 

8/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

আপৎকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ চলে গেলে যাতে সমস্যায় না পড়তে হয়, সেজন্য ঘরে মোমবাতি-টর্চ আগাম মজুত রাখতে হয়। 

 

9/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

এর পাশাপাশি যুদ্ধ বাঁধলে প্রাথমিক চিকিৎসা কীভাবে নিতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে নাগরিকদের। 

 

10/10
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?
মক ড্রিল কী? ব্ল্যাকআউট কলকাতাতেও?

একইসঙ্গে বাড়িতে নগদ টাকা মজুত রাখার কথাও বলা হয়ে থাকে। নির্দেশাবলীর জন্য রেডিও বা টিভিতে নজর রাখতে হবে। 





Read More