PHOTOS

Flight cancelled: বিমানবন্দর খুললেও ফের ফ্লাইট বাতিল করল একাধিক সংস্থা! কারণ...

Flight cancelled: অপারেশন সিঁদুর ও তারপর পাকিস্তানের বার বার হামলার চেষ্টায় শ্রীনগর, জম্মু , লেহ, অমৃতসর, চণ্ডীগড় , আম্বালা, লুধিয়ানা , যোধপুর, বিকানের, জয়সলমীর, উত্তরলাই, রাজকোট, ভুজ, জামনগর, ধর্মশালা, বাথিন্ডা, পাতিয়ালা, পাঠানকোট, শিমলা , কিষাণগড়, হিন্ডন, পোরবন্দর, মুন্দ্রা এবং কান্দলা বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়।

Advertisement
1/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানবন্দর খুললেও ফের ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।

 

2/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

উড়ান সংস্থাগুলি জানিয়েছে "সর্বশেষ ঘটনাবলী" ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

3/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

অপারেশন সিঁদুর ও তার পরবর্তী পরিস্থিতিতে মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে ভোর ৫:২৯ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।

 

4/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পর, রবিবার রাতে আর কোনও হামলার ঘটনা না ঘটনায় সোমবার ৩২টি বিমানবন্দরই খুলে দেওয়া হয়।

 

5/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

কিন্তু তারপরই সোমবার রাতে ফের পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ব্ল্যাকআউটের ঘোষণা করা হয়েছিল।

 

6/6
ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিল

যার জেরে সোমবার রাতে ফের নতুন করে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোট থেকে মঙ্গলবারের ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়।





Read More