Flight cancelled: অপারেশন সিঁদুর ও তারপর পাকিস্তানের বার বার হামলার চেষ্টায় শ্রীনগর, জম্মু , লেহ, অমৃতসর, চণ্ডীগড় , আম্বালা, লুধিয়ানা , যোধপুর, বিকানের, জয়সলমীর, উত্তরলাই, রাজকোট, ভুজ, জামনগর, ধর্মশালা, বাথিন্ডা, পাতিয়ালা, পাঠানকোট, শিমলা , কিষাণগড়, হিন্ডন, পোরবন্দর, মুন্দ্রা এবং কান্দলা বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানবন্দর খুললেও ফের ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
উড়ান সংস্থাগুলি জানিয়েছে "সর্বশেষ ঘটনাবলী" ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ফ্লাইট বাতিল করা হয়েছে।
অপারেশন সিঁদুর ও তার পরবর্তী পরিস্থিতিতে মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে ভোর ৫:২৯ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।
সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পর, রবিবার রাতে আর কোনও হামলার ঘটনা না ঘটনায় সোমবার ৩২টি বিমানবন্দরই খুলে দেওয়া হয়।
কিন্তু তারপরই সোমবার রাতে ফের পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ব্ল্যাকআউটের ঘোষণা করা হয়েছিল।
যার জেরে সোমবার রাতে ফের নতুন করে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোট থেকে মঙ্গলবারের ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়।