PHOTOS

India Pakistan War: গভীর রাতের অতর্কিত আক্রমণে মাত্র কয়েক মিনিটেই পাকভূমের ৯০ জঙ্গি নিকেশ! 'সিঁদুরে'র কৌটো থেকে পাকিস্তানে ধেয়ে গেল রক্তাক্ত অভিশাপ...

India Pakistan War Operation Sindoor: পোশাকি নাম-- 'ক্রস-বর্ডার প্রিসিশন স্ট্রাইক'। এতে ৮০-র বেশি সংখ্যক জঙ্গি নিকেশ করেছে ভারত। মাত্র কয়েক মিনিটে। ভারত কি এবার পাকিস্তানে অল-আউট আক্রমণে যাবে?

Advertisement
1/10
রাতেই ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ
রাতেই ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ

এতক্ষণে সবাই জানতে পেরেছেন যে, জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে ভারত। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে। যেখানে প্রাথমিক ভাবে ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ হয়। 

2/10
মাত্র ২৫ মিনিটে
মাত্র ২৫ মিনিটে

হ্যাঁ, মাত্র ২৫ মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের উপর। কোথায় কোথায় হামলা? মোট নটি জায়গায়। 

3/10
আক্রমণে সংযম
আক্রমণে সংযম

ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনও জায়গায় তারা আক্রমণ শানায়নি। সবটাই বেছে-বেছে, জঙ্গিদের ঘাঁটিতে।

4/10
শীর্ষ সূত্র
শীর্ষ সূত্র

শীর্ষ সূত্র বলছে, এই স্ট্রাইকে মারা গিয়েছে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। 

5/10
১০০ পাকের মৃত্যু
১০০ পাকের মৃত্যু

খবর কিছু মিলছে না। তবে, যতটুকু জানা যাচ্ছে, পাকিস্তানে ১০০-র কাছাকাছি মৃত্যু ঘটেছে। আর ক্রস-ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গিয়েছে।

6/10
২৬/৪৬
২৬/৪৬

তবে অন্য একটি সূত্র বলছে, ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানের ২৬ জন অসামরিক মানুষ মারা গিয়েছেন, এছাড়াও ৪৬ জন আহত হয়েছেন। 

7/10
পাকের জবাব
পাকের জবাব

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এটাকে যুদ্ধ আখ্যায় আখ্য়ায়িত করেছেন। এবং বলেছেন, পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। 

8/10
গভীর রাতের অন্ধকারে
গভীর রাতের অন্ধকারে

কী ঘটেছিল কাল? গভীর রাতের অন্ধকারে সেনা ও এয়ার ফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-অকুপায়েড-কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে এই হামলা চালায়।

9/10
ন্যায়বিচার!
ন্যায়বিচার!

পোস্ট-স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে তারা এবং লিখেছে 'জাস্টিস ইজ সার্ভড'!

10/10
ইনটেলিজেন্সের খোঁজ
ইনটেলিজেন্সের খোঁজ

ইনটেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে। টার্গেট  লোকেশনও খুঁজে দেখছে। প্রাথমিক হিসেবে ৮০-৯০ জন জঙ্গি মারা গিয়েছে। 





Read More