PHOTOS

MiG 21 Fighter Jets: পাকিস্তানকে বারবার জমি ধরানো যমদূতকে চিরবিদায়! ইতিহাস হয়ে যাচ্ছে বায়ুসেনার MiG-21...

MiG 21 Fighter Jets: ভারতের মিগ ২১ তার কেরিয়ায় লড়াই করেছে ১৯৬৫  ও ১৯৭১ এর যুদ্ধে। এমনকি ১৯৯৯ সালের কার্গিল লড়াই ও ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকেই ছিল মিগ ২১ এর ম্যাজিক

Advertisement
1/6
ফ্লাইং কফিন
ফ্লাইং কফিন

নিন্দুকেরা তাকে ডাকে ফ্লাইং কফিন নামে। একের পর মিগ ২১ ফাইটার জেট দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু পাইলটের। রাশিয়ায় এই বিমানকে বিদায় দিচ্ছে বায়ুসেনা।

2/6
বিদায়
বিদায়

টানা ৬ দশক পর এবার সেপ্টেম্বরে বিদায় দেওয়া হচ্ছে মিগ ২১ ফাইটার জেটকে। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেস থেকে উড়বে মিগ ২১ বিমানের শেষ স্কোয়ার্ডনটি।

3/6
১৯৬৩ সালের বায়ুসেনায়
১৯৬৩ সালের বায়ুসেনায়

১৯৫৫ সালে মিগ ২১ ফাইটার প্রথমবার আকাশে ডানা মেলে। ভারতীয় বায়ুসেনায় এটিকে অন্তর্ভূক্ত করা হয় ১৯৬৩ সালে। 

4/6
রাশিয়ার বাইরে তুমুল জনপ্রিয়
রাশিয়ার বাইরে তুমুল জনপ্রিয়

রাশিয়ার বাইরে রাশিয়ার এই বিমান ভারতেই তুমুল জনপ্রিয় হয়। 

 

5/6
অভিনন্দন বর্তমানের লড়াই
অভিনন্দন বর্তমানের লড়াই

ভারতের মিগ ২১ তার কেরিয়ায় লড়াই করেছে ১৯৬৫  ও ১৯৭১ এর যুদ্ধে। এমনকি ১৯৯৯ সালের কার্গিল লড়াই ও ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকেই ছিল মিগ ২১ এর ম্যাজিক। এই মিগ ২১ বাইসনে চড়ে গড ফাইটের সময়েই ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গুলি করে নামায় পাক বায়ুসেনা।

6/6
২০০ পাইলটের মৃত্যু
২০০ পাইলটের মৃত্যু

এদিকে, একের পর এক মিগ ২১ বিমান ভেঙে পড়েছে বিভিন্ন সময়ে। এর ফলে মৃত্যু হয়েছে ২০০ পাইলট ও ৫০ সাধারণ নাগরিকের। ভারতীয় বায়ুসেনায় কাজ করা মোট ৮৪০ মিগ ২১ বিমানের অর্ধেকই ভারতে তৈরি হয়েছিল ১৯৬৬-১৯৮৪ সালের মধ্যে। এর করুণ সেফটি ফিচারসের জন্যই এটিকে বলা হত ফ্লাইং কফিন।  

 





Read More