MiG 21 Fighter Jets: ভারতের মিগ ২১ তার কেরিয়ায় লড়াই করেছে ১৯৬৫ ও ১৯৭১ এর যুদ্ধে। এমনকি ১৯৯৯ সালের কার্গিল লড়াই ও ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকেই ছিল মিগ ২১ এর ম্যাজিক
নিন্দুকেরা তাকে ডাকে ফ্লাইং কফিন নামে। একের পর মিগ ২১ ফাইটার জেট দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু পাইলটের। রাশিয়ায় এই বিমানকে বিদায় দিচ্ছে বায়ুসেনা।
টানা ৬ দশক পর এবার সেপ্টেম্বরে বিদায় দেওয়া হচ্ছে মিগ ২১ ফাইটার জেটকে। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেস থেকে উড়বে মিগ ২১ বিমানের শেষ স্কোয়ার্ডনটি।
১৯৫৫ সালে মিগ ২১ ফাইটার প্রথমবার আকাশে ডানা মেলে। ভারতীয় বায়ুসেনায় এটিকে অন্তর্ভূক্ত করা হয় ১৯৬৩ সালে।
রাশিয়ার বাইরে রাশিয়ার এই বিমান ভারতেই তুমুল জনপ্রিয় হয়।
ভারতের মিগ ২১ তার কেরিয়ায় লড়াই করেছে ১৯৬৫ ও ১৯৭১ এর যুদ্ধে। এমনকি ১৯৯৯ সালের কার্গিল লড়াই ও ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকেই ছিল মিগ ২১ এর ম্যাজিক। এই মিগ ২১ বাইসনে চড়ে গড ফাইটের সময়েই ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গুলি করে নামায় পাক বায়ুসেনা।
এদিকে, একের পর এক মিগ ২১ বিমান ভেঙে পড়েছে বিভিন্ন সময়ে। এর ফলে মৃত্যু হয়েছে ২০০ পাইলট ও ৫০ সাধারণ নাগরিকের। ভারতীয় বায়ুসেনায় কাজ করা মোট ৮৪০ মিগ ২১ বিমানের অর্ধেকই ভারতে তৈরি হয়েছিল ১৯৬৬-১৯৮৪ সালের মধ্যে। এর করুণ সেফটি ফিচারসের জন্যই এটিকে বলা হত ফ্লাইং কফিন।