Axiom 4 Space Mission Shubhanshu Shukla Biography: দন্ত চিকিৎসক ড. কামনা শুভার সঙ্গে শুভাংশুর বিয়ে হয়। তাঁদের পুত্র কিয়াস। উত্তরপ্রদেশের লখনউয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। ৩৯ বছরের শুভাংশুর নানা কীর্তি। আর কী কী রয়েছে তাঁর ঝুলিতে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাক্সিয়ম-৪ মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যাকে নিয়ে ভারতবাসীর গর্বের শেষ নেই। লখনউয়ে বেড়ে ওঠা এই যুবক আজ ইতিহাস তৈর করতে চলেছে।
আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দিয়েছে শুভাংশুদের মহাকাশযান। যেখান থেকে নীল আর্মস্ট্রংদের অ্যাপোলো ১১ লঞ্চ করা হয়েছিল, সেই উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি স্পেসএক্স ড্রাগন মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হল ফ্যালকন ৯ রকেট।
১৯৮৫ সালের ১০ অক্টোবর, লখনউয়ের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম শুভাংশুর। বাবা শম্ভুদয়াল শুক্লা সরকারি কর্মী, মা আশা গৃহবধূ।
আলিগঞ্জের সিটি মন্টেসরি স্কুলের প্রাক্তন ছাত্র। প্রথম প্রচেষ্টায়ই পেরোলেন NDA-র প্রবেশিকা। ২০০৫ সালে স্নাতক, পরে বিটেক।
তারপর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এনডিএ-তে যোগ৷ ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ৷ এরপর শুরু ফাইটার পাইলটের জীবনের।
ডাকনাম‘গুঞ্জন’৷ শুভাংশু শুক্লা তিন ভাইবোনের মধ্যে সবার ছোট এবং সশস্ত্র বাহিনীতে যোগদানকারী হিসাবে তাঁর পরিবারের প্রথম মানুষ।
শুভাংশু শুক্লা ২০২১ সালে গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তার প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রাশিয়া যান।
পরে বেঙ্গালুরুতে অবস্থিত মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে তার প্রশিক্ষণ চালিয়ে যান। ২০২৪ সালে, তিনি IAF-এ গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।
বিগত আট মাস ধরে, তিনি NASA এবং Axiom Space-এর কাছে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছিলেন। এই মহাকাশ অভিযানের আগে ১ মাস কোয়ারেন্টিনে ছিলেন তিনি৷
Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier এবং An-32 -এর মতো অনেক বিমান উড়িয়েছেন। তার ২০০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে।