PHOTOS

Indian Missiles: ধ্বংসাত্মক ক্ষমতায় ভয়ংকর, নামেও অভিনব! 'আত্মনির্ভর' ভারতের মিসাইলের নামকরণে পুরাণ-যোগ...

Indian Missiles names mythology connection: ভারতীয় অস্ত্রভান্ডার এখন নজর টানছে সারা বিশ্বের। ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চাইছে অনেক দেশ। অস্ত্র উত্পাদনে ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। আর এই 'আত্মনির্ভর' ভারতের তৈরি অস্ত্রের নামকরণেও স্বকীয়তা, অভিনবত্ব। একের পর এক ক্ষেপণাস্ত্রের নামকরণে পুরাণ বা পঞ্চভূতের যোগ।

Advertisement
1/7
ব্রহ্মস
ব্রহ্মস

পুরাণে ব্রহ্মাস্ত্র হল একটি অতিপ্রাকৃত অস্ত্র, যা ব্রহ্মার অস্ত্র হিসেবে পরিচিত। এটি হিন্দু ধর্মে উল্লিখিত সবচেয়ে ধ্বংসাত্মক, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য অস্ত্র। ব্রহ্মাস্ত্রের প্রভাবে মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংস সম্ভব এবং এর ক্ষমতা এতটাই বেশি যে এটি সকল প্রাণীকে পরাজিত করতে পারে। আর ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি সবচেয়ে ভয়ংকর মিসাইলের নামকরণ করেছে ব্রহ্মস! এই একটা নাম-ই কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে। ব্রহ্মসের (BrahMos) গতি ও এর নিখুঁত আঘাত হানার ক্ষমতা নজর কেড়েছে সারা বিশ্বের।

2/7
পিনাক
পিনাক

পুরাণ অনুসারে শিবের ধনুক বা হরধনুকের নামই হল পিনাক। যা শিবের প্রলয় সৃষ্টিকারী অস্ত্র৷ বাল্মিকীর রামায়ণ অনুসারে, দেবাদিদেব ইন্দ্র সমধারকত্বের দুটি ধনুক নির্মাণ করান এরং তা যথাক্রমে রুদ্র ও বিষ্ণুকে প্রদান করেন৷ ক্ষমতা পরীক্ষার লড়াই শিব তাঁর ধনুক ছুড়ে ফেলেন, যাতে প্রলয় সৃষ্টি হয়। ভারতীয় সেনার হাতে থাকা পিনাক-এর প্রথম ব্যবহার হয়  কার্গিল যুদ্ধে। ৪৪ সেকেন্ডে ৭২ রকেট ছুড়তে পারে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র তৈরি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ‘পিনাক’ (Pinaka)। দেশের অন্যতম শক্তিশালী অস্ত্র। দ্রুত গতিতে বিস্তৃত এলাকা জুড়ে গোলাবর্ষণের জন্য এই অস্ত্র ভারতীয় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

3/7
ভার্গবাস্ত্র
ভার্গবাস্ত্র

পাণ্ডব সেনাকে ধ্বংস করতে ভার্গবাস্ত্র ব্যবহার করেছিলেন কর্ণ। পুরাণ মতে ভৃগু ঋষি তৈরি করেছিলেন এই অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ভৃগু থেকেই নাম হয় ভার্গবাস্ত্র। পরে তা পরশুরামের কাছ থেকে পেয়েছিলেন কর্ণ। ড্রোনের হুমকি মোকাবিলায় ভারতের উল্লেখযোগ্য আবিষ্কার এই ভার্গবাস্ত্র। সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের তৈরি এই কাউন্টার-ড্রোন সিস্টেমের নামই ভার্গবাস্ত্র (Bhargavastra)। 

4/7
নাগ মিসাইল
নাগ মিসাইল

নাগ মানে সাপ। প্রচলিত বিশ্বাসে বলা হয়ে থাকে, নাগ হল অর্ধ-মানবীয়, অর্ধ-সর্প এক ঐশ্বরিক প্রাণী। যারা পাতালে বাস করে, আবার মাঝে মাঝে মানুষের রূপও নিতে পারে। পুরাণে উল্লেখ রয়েছে বাসুকি নাগের। এই বাসুকি নাগ হিন্দু পুরাণে বর্ণিত নাগদের এক গুরুত্বপূর্ণ চরিত্র। বাসুকী হলেন নাগদের রাজা, যিনি দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় রজ্জু হিসাবে ব্যবহৃত হয়েছিলেন। শিবের গলায় অলংকার হিসেবেও পরিগণিত হন। আর ভারতের অস্ত্রভান্ডারে নাগ মিসাইল (Nag missile) হল ভারতের তৈরি তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (ATGM)। এটি প্রধানত ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। এটি ফায়ার-এন্ড-ফরগেট প্রযুক্তি ব্যবহার করে থাকে। যার মানে একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করে মিসাইলটি চালু করার পর এর পথ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। সব আবহাওয়াতেই এটি ব্যবহারযোগ্য।

5/7
আকাশ
আকাশ

আকাশ বলতে বোঝায় মহাশূন্য়। ইন্ডিয়া'স ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP)-র আওতায় ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ মিসাইলের নামও আকাশ। এই আকাশ মিসাইল (Akash Missile) মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।

6/7
অগ্নি
অগ্নি

অগ্নি শব্দের অর্থ হলো আগুন। অগ্নি একজন হিন্দু দেবতাকেও বোঝায়। আর অগ্নি মিসাইল (Agni Missile) হল ভারতের তৈরি একটি ব্যালিস্টিক মিসাইল। ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP)-এর অংশ হিসাবে তৈরি করা হয়েছে এই অগ্নি মিসাইল সিরিজ: অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩, অগ্নি-৪ এবং অগ্নি-৫।

7/7
পৃথ্বী
পৃথ্বী

"পৃথ্বী" শব্দের অর্থ হলো "পৃথিবী"। ঋগ্বেদে প্রাথমিকভাবে পৃথিবী ও আকাশকে দৈবপৃথিবী নামে দ্বৈত সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি, ভগবান বিষ্ণুর পৃথু নামের একজন অবতারও আছেন। আর ভারতের অস্ত্রভান্ডারে রয়েছে পৃথ্বী মিসাইল (Prithvi Missile)। ভারতের তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SRBM)। পৃথ্বী সিরিজে রয়েছে পৃথ্বী-১, পৃথ্বী-২। 





Read More