Indian politicians marriage at older Age: ছবি সামনে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিয়ের খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোপনে বিয়ে সারলেন মহুয়া মৈত্র। বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পুরীর প্রাক্তন সাংসদ বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। ৬৫-এর পিনাকী, ৫১-র মহুয়া, দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ।
তবে মহুয়া-পিনাকী একা নন, ভারতীয় রাজনীতিকদের মধ্যে বেশি বয়সে বিয়ের উদাহরণ এরকম আরও আছে। কিছুদিন আগেই যেমন বিয়ের পিঁড়িতে বসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ৬০-র দিলীপ ঘোষ বিয়ে করেন তাঁরই দলের কর্মী, বিবাহবিচ্ছিন্না, ৫০-র রিঙ্কু মজুমদারকে।
কংগ্রেসের প্রবীণ নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ৬৭-তে এসে জড়ান প্রেমের বন্ধনে। ২০১৪ সালে সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন তিনি। এটা ছিল দিগ্বিজয় সিংয়ের দ্বিতীয় বিয়ে। কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৬৭ বছরে এই বিয়ে নিয়ে তখন ব্যাপক বিতর্কও দেখা দিয়েছিল। তাঁর প্রথম স্ত্রী আশা সিং ২০১৩ সালে ক্যানসারে মারা যান।
প্রয়াত সমাজবাদী নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ৬৮ বছর বয়সে লীলা কাবিরকে বিয়ে করেন। ৬৮-তে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। ১৯৯৯ সালে জর্জ ফার্নান্ডেজের এই বিয়ে রীতিমতো আলোচনার বিষয় হয়ে ওঠে। লীলা কাবিরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সামাজিক কর্মী।