PHOTOS

Indian politicians marriage at older Age: মহুয়ার বিয়েতে চমক! বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসে বিতর্কে জড়ান যে রাজনৈতিক নেতারা...

Indian politicians marriage at older Age: ছবি সামনে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিয়ের খবর।

Advertisement
1/5
মহুয়া-পিনাকীর বিয়ে
মহুয়া-পিনাকীর বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোপনে বিয়ে সারলেন মহুয়া মৈত্র। বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পুরীর প্রাক্তন সাংসদ বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। ৬৫-এর পিনাকী, ৫১-র মহুয়া, দুজনেরই  এটি দ্বিতীয় বিবাহ। 

2/5
দিলীপ-রিঙ্কুর বিয়ে
দিলীপ-রিঙ্কুর বিয়ে

তবে মহুয়া-পিনাকী একা নন, ভারতীয় রাজনীতিকদের মধ্যে বেশি বয়সে বিয়ের উদাহরণ এরকম আরও আছে। কিছুদিন আগেই যেমন বিয়ের পিঁড়িতে বসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ৬০-র দিলীপ ঘোষ বিয়ে করেন তাঁরই দলের কর্মী, বিবাহবিচ্ছিন্না, ৫০-র রিঙ্কু মজুমদারকে। 

3/5
দিগ্বিজয় সিং ও অমৃতা রায়
দিগ্বিজয় সিং ও অমৃতা রায়

কংগ্রেসের প্রবীণ নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ৬৭-তে এসে জড়ান প্রেমের বন্ধনে। ২০১৪ সালে সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন তিনি। এটা ছিল দিগ্বিজয় সিংয়ের দ্বিতীয় বিয়ে। কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৬৭ বছরে এই বিয়ে নিয়ে তখন ব্যাপক বিতর্কও দেখা দিয়েছিল। তাঁর প্রথম স্ত্রী আশা সিং ২০১৩ সালে ক্যানসারে মারা যান।

 

4/5
জর্জ ফার্নান্ডেজ ও লীলা কাবির
জর্জ ফার্নান্ডেজ ও লীলা কাবির

প্রয়াত সমাজবাদী নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ৬৮ বছর বয়সে লীলা কাবিরকে বিয়ে করেন। ৬৮-তে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। ১৯৯৯ সালে জর্জ ফার্নান্ডেজের এই বিয়ে রীতিমতো আলোচনার বিষয় হয়ে ওঠে। লীলা কাবিরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সামাজিক কর্মী। 

5/5
মিলিন্দ দেওরা ও পূজা শেঠি
মিলিন্দ দেওরা ও পূজা শেঠি
কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা ২০০৪ সালে বিয়ে করেন পূজা শেঠিকে। ৪৬ বছর বয়সে তিনি পূজা শেঠির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।  দিলীপ ঘোষ, দিগ্বিজয় সিং বা জর্জ ফার্নান্ডেজের তুলনায় বিয়ের বয়স কম হলেও, মিলিন্দ দেওরা তাঁর রাজনৈতিক কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় বিয়ে করেন।




Read More