মেক ইন ইন্ডিয়া-র আওতায় দেশের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন তৈরি করে ফেলল ভারতীয় রেল। আগামী এক মাসের মধ্যে ওই ইঞ্জিন দেশের ট্র্যাকে দৌড়তে শুরু করবে। সরজমিনে বিষয়টি দেখতে গুজরাটের দাহোদে রেলের ওই কারখানা পরির্দশন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ইঞ্জিন মালবাহী ট্রেনের গতি একলাফে অনেকটাই বাড়িয়ে দেবে।
এই ইঞ্জিনের ক্ষমতা ৯০০০ হর্স পাওয়ার। এটি টেনে নিয়ে যেতে পারে ৪৫০০ টন পণ্য।
এতদিন রেলের সর্বাধিক শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতা ছিল ৬০০০ হর্স পাওয়ার।
এই ধরনের ইঞ্জিন পণ্যবাহী ট্রেনের গতি ২০-২৫ কিলোমিটার থেকে বাড়িয়ে করে দেবে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দাহোদের কারখানায় ১২০০ বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করবে সিমেন্স কোম্পানি। এর জন্য বিনিয়োগ করা হবে ২০,০০০ কোটি টাকা।
রেল সূত্রে খবর ৯০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন চালান হবে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর রুটে। এরপর তা চালানো হবে অন্যসব রুটে। পাশাপাশি ওই ইঞ্জিনকে বিদেশে রফতানির উপযুক্ত করেও তোলা হচ্ছে।