PHOTOS

CCTV in Coaches: যাত্রীসুরক্ষায় বিরাট পদক্ষেপ রেলের, সব কোচে এবার বসছে ক্যামেরা! কিন্তু প্রাইভেসির কী হবে...

CCTV in Coaches: প্রতিটি কোচে থাকবে মোট ৪টি ক্যামেরা। এর মধ্যে ২টি থাকবে দরজার কাছে। এছাড়া আও দুটি ক্যামরা থাকবে কোচের দুই প্রান্তে

Advertisement
1/6
ট্রেনের কামরায় বসছে ক্যামেরা
ট্রেনের কামরায় বসছে ক্যামেরা

যাত্রী নিরাপত্তায় এবার বড় উদ্যোগ রেলের। ট্রেনের প্রতিটি কোচে এবার বসছে সিসিটিভি ক্য়ামেরা। ইতিমধ্যেই এর ট্রায়াল হয়ে গিয়েছে। ট্রেনের কোচে দুর্বৃত্তদের তাণ্ডব ও যাত্রী হেনস্থা রুখতে বসছে সিসিটিভি। ওইসব সিসিটিভি ক্যামেরা থাকবে কমন প্যাসেজে, দরজার কাছে।

2/6
সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী
সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী

উল্লেখ্য, সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ও রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু এই ব্যবস্থা খতিয়ে দেখেছেন। এনিয়ে একটি বৈঠক হয় শনিবার। ওই বৈঠকে ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শেষপর্যন্ত ক্যামেরা বসানোর বিষয়টিতে সহমত হয়েছেন সবাই।

3/6
৭৪০০০ কোচে বসছে সিসিটিভি
৭৪০০০ কোচে বসছে সিসিটিভি

রেল সূত্রে খবর, উত্তর রেলের বিভিন্ন কোচে সিসিটিভি বসানো হয়েছিল ট্রায়ালের জন্য। তাতে সন্তোষজনক ফল মিলেছে। এর পরই মোট ১৫০০০ লোকোমটিভের ৭৪০০০ কোচে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যপারে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী।

4/6
প্রতিটি কোচে ৪ ক্যামেরা
প্রতিটি কোচে ৪ ক্যামেরা

প্রতিটি কোচে থাকবে মোট ৪টি ক্যামেরা। এর মধ্যে ২টি থাকবে দরজার কাছে। এছাড়া আও দুটি ক্যামরা থাকবে কোচের দুই প্রান্তে। থাকবে দুটি মাইক্রোফোন।

5/6
উন্নত ফুটেজ
উন্নত ফুটেজ

রেলের দাবি, যেসব ক্যামেরা বসছে তা অত্যন্ত উন্নত। ট্রেন ১০০ কিলোমিটার বেগে চললেও ভালো কোয়ালিটি ভিডিয়ো পাওয়া যাবে। এমনকি কম লাইটেও মিলবে ভালো ফুটেজ।

6/6
প্রাইভেসির কী হবে
প্রাইভেসির কী হবে

রেলের দাবি, যাত্রীদের নিরাপত্তাই ক্যামেরা বসানোর লক্ষ্য। তবে তাদের ব্যক্তিগত পরিসরের কোনও ক্ষতি হবে না। ক্য়ামেরা থাকবে পাবলিক এরিয়াতে। 





Read More