PHOTOS

Indian Railways New Fare and Rules: ভাড়া বাড়ল ট্রেনের, কোন ক্লাস ও কত কিমিতে কত বাড়ল? লোকাল ট্রেনে কী? টিকিট বুকিংয়ে একগুচ্ছ নয়া নিয়মও আজ থেকেই....

অয়ন ঘোষাল: ৫ বছর পর আজ থেকে ফের ভাড়া বৃদ্ধি ভারতীয় রেলে। শেষবার ট্রেনে ভাড়া বেড়েছিল ২০২০ সালে। কোন ট্রেনে কত ভাড়ছে বাড়া? দেখে নিন, ভাড়া বৃদ্ধির ক্রমবিন্যাস এক ঝলকে-

 

Advertisement
1/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

১) মেইল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন এসি দ্বিতীয় শ্রেণির কামরা থেকে প্রথম শ্রেণির কামরায় প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে।

 

2/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

২) এসি চেয়ার কার থেকে এসি প্রথম শ্রেণি পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। 

 

3/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

৩) সেকেন্ড ক্লাস অর্ডিনারি ট্রেনে প্রথম ৫০০ কিলোমিটারের যাত্রায় কোনও ভাড়া বাড়ছে না। তবে ৫০০ কিলোমিটারের উপরে ৫ টাকা করে ভাড়া বাড়ছে। যা সর্বোচ্চ ৩ হাজার কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ১৫ টাকা করে বাড়বে। 

 

4/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

৪) স্লিপার ক্লাস অর্ডিনারি ও ফার্স ক্লাস অর্ডিনারি কামরায় প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা করে ভাড়া বাড়বে।

 

5/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

৫) সর্বনিম্ন ১৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় এসি চেয়ার কারের ভাড়া বেড়ে হবে ২১৪ টাকা। যা সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার পর্যন্ত গেলে বেড়ে দাঁড়াবে ২,৭৭৮ টাকা।

 

6/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

৬) এসি-৩ টায়ারে ১৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় এবার থেকে খরচ পড়বে ৪৪৬ টাকা। সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রায় খরচ পড়বে ৩,৩১৩ টাকা।

 

7/12
ভাড়া বাড়ল ট্রেনের
ভাড়া বাড়ল ট্রেনের

৭) ৫ হাজার কিলোমিটারের বেশি যাত্রায় প্রতি ৫০ কিলোমিটারে সর্বনিম্ন খরচ ৫ টাকা। সর্বোচ্চ খরচ ৮১ টাকা।

8/12
লোকাল ট্রেনের ভাড়া...
লোকাল ট্রেনের ভাড়া...

তবে লোকাল ট্রেনে কোনও ভাড়া বাড়ছে না। ফলে নিত্যযাত্রীদের পকেটে টান পড়বে না।

 

9/12
দূরপাল্লার ট্রেনের চার্টের নিয়মে বদল
দূরপাল্লার ট্রেনের চার্টের নিয়মে বদল

এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মেরও বদল হচ্ছে আজ থেকে। যেমন- চার্ট এবার থেকে যাত্রা শুরুর আগে ৪ ঘণ্টার বদলে ৮ ঘণ্টা আগেই জানতে পারা যাবে ৷ এক্ষেত্রে যারা কনফার্ম টিকিট পেলেন না তারা বিকল্প খুঁজে নেওয়ার জন্য বেশি সময় পাবেন। 

10/12
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম

এজেন্টের ক্ষেত্রে নয়া নিয়মে বড়সড় বদল। সাধারণ শ্রেণির তৎকাল টিকিট উইন্ডো ৩০ মিনিট পরে অ্যাক্টিভেট হতে চলেছে এজেন্টদের ক্ষেত্রে। তার আগে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অর্থাৎ সাধারণ যাত্রীরা সাইট বা অ্যাপ অ্যাকসেস পাবেন। 

11/12
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম

এসি তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও বুকিং উইন্ডো সাধারণ যাত্রীদের ক্ষেত্রে সকাল ১০টায় খুলবে। এজেন্টের ক্ষেত্রে সাড়ে ১০টায় উইন্ডো খুলবে। 

12/12
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম
তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম

নন এসির জন্য সাধারণ যাত্রীদের উইন্ডো খুলবে সকাল ১১টা থেকে।  এজেন্টের জন্য এই উইন্ডো খুলবে সকাল সাড়ে ১১টা থেকে।





Read More