India Pakistan Military Personnel: ভারত-পাক যুদ্ধ লাগলে কী হবে? কে জিতবে এই লড়াইয়ে? গোটা দেশ তা নিয়ে জিজ্ঞাসু।
ভারত-পাক যুদ্ধ-যুদ্ধ নিয়ে খুবই হইচই চলছে। আর সেই আবহে খুব স্বাভাবিক ভাবেই আসছে দুই দেশের শক্তির প্রতিতুলনা। আর এটা মেনে নেওয়া ছাড়া, কোনও উপায়ই নেই যে, ভারতের শক্তি পাকিস্তানের থেকে অনেক বেশি। প্রতিরক্ষার দিক থেকে অনেক এগিয়ে ভারত।
পহেলগাঁও কাণ্ডে ২৬ জন ভারতীয় মারা গিয়েছেন। তার পর সারা ভারত পাকিস্তানের এই অনাচারে ক্ষুব্ধ, বিরক্ত। আর জনমতের চাপে, ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করতে শুরু করেছে।
ভারতের কত সেনা? ১.৪ মিলিয়ন বা ১৪ লক্ষ। এর মধ্যে আর্মিতে ১২৩৭০০০, নেভিতে ৭৫৫০০, এয়ার ফোর্সে ১৪৯৯০০ এবং কোস্ট গার্ডে ১৩৩৫০
আর পাকিস্তানের? ৭ লক্ষ। এর মধ্যে আর্মিতে ৫৬০০০০, নেভিতে ৩০, ০০০ এবং এয়ার ফোর্সে ৭০,০০০!
ভারতের রয়েছে ৯৭৪৩টি আর্টিলারি, ৩৭৪০টি মেইন ব্যাটল ট্যাংক।
আর পাকিস্তানের? ৪৬১৯টি আর্টিলারি, ২৫৩৭টি মেইন ব্যাটল ট্যাংক।
ভারতের ৭৩০টি কমব্যাট-কেপেবল এয়ারক্রাফ্ট আছে। সেই জায়গায় পাকিস্তানের আছে মাত্র ৪৫২টি।
ভারতের ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি ফ্রিগেটস এবং দুটি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার। সেই জায়গায় পাকিস্তানের রয়েছে অর্ধেক সাবমেরিন, ৮টি। আর ফ্রিগেটস? মাত্র ১০টি।
পোশাকি টার্মে নিউক্লিয়ার আর্সেনাল বলা হয়। ভারতের রয়েছে ১৭২টি ওয়ারহেডস। পাকিস্তানের ১৭০টি।
তাহলে, কী দাঁড়াল? কী হবে, ভারত-পাক মুখোমুখি সংঘাত লাগলে? না, মাঠে নেমে যুদ্ধে শুধু মাত্র অস্ত্রশস্ত্রের তালিকাটাই বড় কথা নয়। আরও অনেক ফ্যাক্টর থাকে। তবে, দিনের শেষে, সব দিক থেকেই ভারতই বেশি শক্তিশালী, এটা মনে করতে কোনও বাধা নেই।