PHOTOS

Deadly Earthquake: ভয়ংকর! শিবরাত্রির সকালেই কেঁপে উঠল মাটি, দুলে উঠল সমুদ্র! সুনামির আতঙ্ক আছে?

Indonesia Earthquake: কোথায়? কতটা শক্তিশালী? সুনামি হবে? এই ভূখণ্ড মানেই ভূমিকম্প। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয়ের উপর এর অবস্থান।

Advertisement
1/6
সুলাওয়েসি
সুলাওয়েসি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে বুধবার সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হল। 

2/6
৬.১
৬.১

মার্কিন ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

3/6
১০ কিমি গভীরে
১০ কিমি গভীরে

১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎস। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

4/6
প্রায়ই কাঁপে মাটি
প্রায়ই কাঁপে মাটি

ভূমিকম্প অবশ্য ইন্দোনেশিয়াবাসীর কাছে নতুন কিছু নয়। এখানে প্রায় কেঁপে ওঠে মাটি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

5/6
'রিং অফ ফায়ারে'র উপর
'রিং অফ ফায়ারে'র উপর

ইন্দোনেশিয়া আসলে প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ারে'র উপর অবস্থিত। তাই এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

6/6
সুনামি হবে?
সুনামি হবে?

ইন্দোনেশিয়া মেটিওরলজিক্যাল এজেন্সিও ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে। তারা জানিয়েছে, তবে, প্রাথমিক ভাবে কোনও সুনামি সতর্কতা নেই।





Read More