PHOTOS

Indrani Halder Birthday: কোভিডের কারণে বাতিল পার্টি, জন্মদিনে অচেনা বন্ধুদের উপহার দিলেন ইন্দ্রানী

Advertisement
1/6
শুভ জন্মদিন
শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদন: ৬ জানুয়ারি অভিনেতা ইন্দ্রানী হালদারের জন্মদিন। প্রতিবারই নিজের জন্মদিন সেলিব্রেট করেন তিনি। তবে এবছর কোভিডের কারণে সেভাবে সেলিব্রেট করছেন না জন্মদিন।

2/6
দিন শুরু
দিন শুরু

প্রতিদিনের মতো এদিনও জগন্নাথ পুজো করেই দিন শুরু করেছেন নায়িকা। তবে অন্যান্য দিনের তুলনায় আজ তাঁর জগন্নাথ দেবকে একটু বেশিই সাজিয়েছেন ইন্দ্রানী।

3/6
ইন্দ্রানীর উপহার
ইন্দ্রানীর উপহার

এবছর জন্মদিনে কিছু মানুষ যাদের সাহায্য প্রয়োজন তাঁদের হাতে কিছু উপহার তুলে দিলেন ইন্দ্রানী। উদ্যোগে‘বন্ধু’সংগঠন। সেখানেই কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।

4/6
মায়ের উপহার
মায়ের উপহার

ইন্দ্রানীর সঙ্গে প্রায় সবসময়ই দেখা যায় তাঁর মাকে। মায়ের সঙ্গে তাঁর বন্ধুর মতো বন্ডিং। জন্মদিনে মায়ের থেকে পেয়েছেন উপহার। একটি সোনার লকেট উপহার দিয়েছেন নায়িকার মা।

5/6
লাঞ্চের মেনু
লাঞ্চের মেনু

এদিনের লাঞ্চ ছিল স্পেশাল। ভাত, পাঁচরকম ভাজা, মাছ, মাংসের পাশাপাশি ছিল মায়ের হাতের পায়েস।

6/6
জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্ছা

কোভিডের কারণে এবছরের বার্থডে পার্টির পরিকল্পনা বাতিল করেছেন ইন্দ্রানী। কাউকে নিমন্ত্রণ করেননি তবে বন্ধুরা শুভেচ্ছা জানাতে আসছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু থেকে অনুরাগীরা।





Read More