এই বছর ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর অব্দি ‘আন্তর্জাতিক ব্রেন টিউমার সচেতনতা সপ্তাহ’ পালন করা হচ্ছে। ‘ইন্টারন্যশনাল ব্রেন টিউমার অ্যালায়েন্স’ নামক এক সংগঠন প্রতি বছর এই সপ্তাহের আয়োজন করে থাকে।
গত মঙ্গলবার, অর্থাৎ ২৪ অক্টোবর ছিল ‘ব্রেন ক্যানসার ডে’। প্রতিবছরই এই দিনের কাছাকাছির কোনও সময় ধরেই, এই সচেতনতা সপ্তাহ পালন করা হয়, কারণ বহুক্ষেত্রেই ব্রেন টিউমার ব্রেন ক্যানসারে পরিণত হয়।
ব্রেন টিউমার নিয়ে সচেতনতা বাড়াতে যা যা করা যায়, সেই সবকিছুই করে এই সংগঠন। পিকনিক, বৈজ্ঞানিক কনফারেন্স, সোশাল মিডিয়াতে সতর্কতা ছড়ানো সবকিছুই থাকে তাঁদের তালিকায়।
বিশ্বে ১২০ ধরনেরও বেশি ধরনের ব্রেন টিউমার দেখতে পাওয়া যায়। অনেক সময়েই মস্তিস্কে এই ধরনের কোনও অস্বাভাবিক বৃদ্ধি বা মাংসপিন্ড তৈরি হলে আমরা তা এড়িয়ে যাই। সেই বিষয়েই সচেতনতা বাড়াতেই এই সপ্তাহের আয়োজন।
ব্রেন টিউমার অতি দ্রুত হারে বাড়তে থাকে। মস্তিস্কে বিপুল হারে প্রভাব ফেলে এই অতিরিক্ত মাংসপিন্ড। টিউমার থেকে হতে পারে ব্রেন ক্যানসারও। এই ছোট্ট রোগ থেকে পরবর্তীকালে মৃত্যু পর্যন্ত হতে পারে রোগীর।
মাথা ব্যাথা, কানে কম শোনা বা চোখে কম দেখা এইসবই ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ। সঙ্গে হতে পারে স্মৃতিভ্রংশও। এইধরনের কোনও সমস্যায় ভুগলে যত তারাতারি সম্ভব ডাক্তারের সঙ্গে আলোচনা করুন।