PHOTOS

এবার প্রাইম টাইমে হবে আইপিএল-এর নিলাম?

Advertisement
1/6
1
1

# আগামী ১৮ ডিসেম্বর, ২০১৮ রাজস্থানের জয়পুরে দ্বাদশ আইপিএলের নিলাম হবে। অর্থাত্ ক্রিকেটার বিকিকিনির আসর৷

2/6
2
2

# একাদশ মরশুম পর্যন্ত সকাল ১০টায় শুরু হয় দুই দিন ব্যাপী আইপিএল নিলাম৷ সূত্রের খবর, এবার সেই চেনা ছকে বদল আনতে চলেছে বিসিসিআই৷

 

3/6
3
3

# মূলত ব্রডকাস্টারদের ইচ্ছাতেই আইপিএলের নিলামের সময় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

4/6
4
4

#  এবার একদিনে অনুষ্ঠিত হবে আইপিএল-এর নিলাম৷ সকাল দশটার পরিবর্তে এবার নিলাম শুরু হবে দুপুর তিনটেয়৷ চলবে রাত সাড়ে ন-টা পর্যন্ত৷

5/6
5
5

# ১৮ ডিসেম্বর পার্থে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা৷ ম্যাচ চলাকালীন আইপিএল নিলাম চললে সংশ্লিষ্ট চ্যানেলের দর্শক সংখ্যা কমতে বাধ্য৷ তাই ম্যাচ শেষ হওয়ার পর নিলাম শুরু করতে চায় স্টার্স স্পোর্টস৷ একদিনেই নিলাম পর্ব মিটে যাবে তাই সম্প্রচারকারী সংস্থার ইচ্ছাকেই এক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বোর্ড৷

6/6
6
6

# আইপিএল নিলামের দিনক্ষণ নির্ধারিত হলেও দ্বাদশ আইপিএলের সূচি ও ভেন্যু এখনও স্থির করা হয়নি৷





Read More