PHOTOS

IPL 2019, RCBvRR: চিন্নাস্বামীতে ভেস্তে যাওয়া ম্যাচে হ্যাটট্রিক করলেন শ্রেয়স গোপাল

Advertisement
1/6
1
1

মঙ্গলবার চিন্নাস্বামীতে বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু বনাম রাজস্থান ম্যাচটি হয় ৫-৫ ওভারের।

 

2/6
2
2

যদিও পুরো খেলা সম্ভব হয়নি, বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

3/6
3
3

 ভেস্তে যাওয়া ম্যাচে হ্যাটট্রিক করলেন রাজস্থানের শ্রেয়স গোপাল।

4/6
4
4

নিজের একমাত্র ওভারের শেষ তিন বলে গোপাল সাজঘরে ফেরান বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং ও মার্কোস স্টোইনিসকে।

5/6
5
5

২০১৯ সালের আইপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে চলতি মরশুমে প্রথম হ্যাটট্রিকটি করেন পঞ্জাবের স্যাম কুরান।

6/6
6
6

আইপিএলের ইতিহাসে দশম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন শ্রেয়স গোপাল।





Read More