PHOTOS

IPL 2022: ক্রোড়পতি লিগে কেমন পারফরম্যান্স করল Wriddhi, Shami-দের বাংলা? ছবিতে দেখুন

বাংলা (Bengal) থেকে এ বারের আইপিএল-এ (IPL 2022) মোট ছয় জন সুযোগ পেয়েছিলেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও মহম্মদ শামির (Mohammed Shami) গুজরাত টাইটান্স (Gujarat Titans) এ বার প্রথম দর্শনেই খেতাব জিতল।

 

Advertisement
1/7
ঋদ্ধিমান সাহা (গুজরাত টাইটান্স)
ঋদ্ধিমান সাহা (গুজরাত টাইটান্স)

ম্যাচ : ১১, রান : ৩১৭, সেরা : ৬৮ (হায়দরাবাদ), গড় : ৩১.৭০, স্ট্রাইক রেট : ১২২.৩৯, অর্ধ শতরান : ৩। 

2/7
মহম্মদ শামি (গুজরাত টাইটান্স)
মহম্মদ শামি (গুজরাত টাইটান্স)

ম্যাচ : ১৬, উইকেট : ২০, সেরা বোলিং – ৩/২৫ (লখনউ), গড় : ২৪.৪০, ইকোনমি : ৮.০০, স্ট্রাইক রেট : ১৮.৩০। 

 

3/7
শাহবাজ আহমেদ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
শাহবাজ আহমেদ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ : ১৬, রান : ২১৯, গড় : ২৭.৩৮, স্ট্রাইক রেট : ১২০.৯৯, সেরা ব্যাটিং : ২৬ বলে ৪৫ (রাজস্থান), উইকেট : ৪, সেরা বোলিং : ২/২৬ (গুজরাত)। 

 

4/7
আকাশ দীপ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
আকাশ দীপ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ : ৫, উইকেট : ৫, সেরা বোলিং: ৩/৪৫ (কেকেআর), গড়: ৪১.০০, ইকোনমি : ১০.৮৮, স্ট্রাইক রেট : ২২.৬০। 

5/7
ঈশান পোড়েল (পঞ্জাব কিংস)
ঈশান পোড়েল (পঞ্জাব কিংস)

কোনও ম্যাচ খেলেননি। 

6/7
ঋত্বিক চট্টোপাধ্যায় (পঞ্জাব কিংস)
ঋত্বিক চট্টোপাধ্যায় (পঞ্জাব কিংস)

কোনও ম্যাচ খেলেননি। 

7/7
মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)
মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)

নেট বোলার হিসেবে রিকি পন্টিং-ঋষভ পন্থদের নজরে এসেছেন এই জোরে বোলার।

 





Read More