PHOTOS

IPL 2025 | Kolkata Traffic: ইডেন চত্বরে ট্রাফিক বিধি নিষেধ! কোন কোন রাস্তা বন্ধ? কোনদিকে যেতে পারবেন...

Kolkata Eden Gardens Traffic rules: আজ ইডেনে আইপিএলের জমকালো উদ্বোধন। যদিও ঝড়বৃষ্টির পূর্বাভাসে উদ্বোধনে আশঙ্কার মেঘ। ইডেন চত্বরে ট্রাফিক বিধি নিষেধ কলকাতা পুলিসের। ম্যাচের দিনগুলিতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। ইডেন গার্ডেন ও ময়দান এলাকায় পণ্যবাহী গাড়িতে লাগাম। ক্ষুদিরাম বসু সরণী, নর্থ ব্রুক অ্যাভেনিউয়ে বিধি নিষেধ। 

Advertisement
1/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

অয়ন ঘোষাল: আইপিএল ম্যাচের দিনে কলকাতার নিরাপত্তা বেষ্টনী। ইডেন এবং লাগোয়া এলাকাকে ৫ টি জোনে ভাগ করা হয়েছে।প্রতি ভাগ এর দায়িত্বে একজন করে ACP পদমর্যাদার আধিকারিককে রাখা হবে। ইভটিজিং রুখতে ও মহিলাদের নিরাপত্তার স্বার্থে থাকবে কলকাতা পুলিসের উইনার্স টিম। ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে লালবাজার হেড কোয়ার্টারের চলবে নজরদারী। ইডেন লাগোয়া এলাকায় ৩৫০০ সিসিটিভি বসেছে। কন্ট্রোল রুম আছে লালবাজারে। 

2/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

ইডেনের প্রতি গেটে সাদা পোশাকে পুলিস থাকবে। ডিসি নর্থ, ডিসি পোর্ট এবং ডিসি সেন্ট্রাল আলাদা আলাদা জায়গায় মোতায়েন থাকবেন। ইডেনের বিভিন্ন গেটে সব মিলিয়ে ৪ টি কুইক রেসপন্স টিম থাকবে। থাকবে HRFS এবং র‍্যাফ। টিকিটের কালোবাজারি রুখতে বিশেষভাবে দায়িত্বে থাকবে অ্যান্টি রাউডি স্কোয়াড।

3/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

ইডেনে আইপিএল ম্যাচের দিনগুলিতে প্রয়োজনীয় ট্র্যাফিক বিধিনিষেধ আরোপ করল কলকাতা পুলিস। ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে ম্যাচ আছে। ম্যাচের দিনগুলি ইডেন গার্ডেন এবং ময়দান এলাকার সমস্ত রাস্তায় বিকেল ৪ টে থেকে রাত ১ টা পর্যন্ত জন্য ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। 

4/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

শুধুমাত্র হাওড়া থেকে সেন্ট জর্জ গেট হয়ে বড়বাজার এবং পোস্তা যাওয়ায় গাড়িগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। ম্যাচের দিন বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্ট্রান্ড রোড এবং সেন্ট জর্জ রোড এলাকায় পণ্যবাহী গাড়ি পার্কিং লোডিং এবং আন লোডিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

5/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

অকল্যান্ড রোড, ক্ষুদিরাম বসু সরণী, নর্থ ব্রুক অ্যাভেনিউ এবং গোষ্ঠ পাল সরণিতে ম্যাচের দিন বেলা ১২ টা থেকে রাত ১ টা পর্যন্ত সমস্ত রকম চার চাকা এবং দুই চাকা গাড়ির যাতায়াত নিষিদ্ধ।

6/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

 শুধুমাত্র ম্যাচের টিকিটের সঙ্গে দেওয়া বিভিন্ন রঙের পার্কিং স্টিকার যুক্ত গাড়ি এই এলাকায় প্রবেশ এবং বিধিনিষেধ বা গাইডলাইন অনুয়ায়ী যাতায়াত ও প্রবেশ করতে পারবে। 

7/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

শহরের ৮ টি রাস্তা ম্যাচের দিন সারাদিন নো পার্কিং জোন ঘোষিত হয়েছে। এগুলি হল

১) গোষ্ঠ পাল সরণী ২) ক্ষুদিরাম বসু রোড ৩) গভর্মেন্ট প্লেস ইস্ট ৪) রাণী রাসমণি অ্যাভিনিউ ৫) ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট ৬) ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ৭) গুরু নানক সরণী (মেয়ো রোড) ৮) ডাফরিন রোড

8/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

ম্যাচের দিন বাবুঘাট এলাকায় বেলা ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত বাস যাতায়াত করতে পারবে না। বাস গুলি বিবাদী বাগ, রানী রাসমণি অ্যাভেনিউ, ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট, জহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে ঘুরপথে যাতায়াত করবে।

9/9
কলকাতা ট্রাফিক IPL
কলকাতা ট্রাফিক IPL

আজ ইডেনে আইপিএলের জমকালো উদ্বোধন। যদিও ঝড়বৃষ্টির পূর্বাভাসে উদ্বোধনে আশঙ্কার মেঘ। 





Read More