Yash Dayal RCB Player: আইপিএলে (IPL) আরসিবি (RCB) চ্যাম্পিয়ন হওয়ার এক মাসের মধ্যেই দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের (Gaziabad) এক তরুণী। দাবি করছিলেন, তিনি ছাড়াও আরও তিন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে দয়ালের। গাজিয়াবাদের ওই তরুণী অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে অভিযোগ করেন।
ভারতীয় ক্রিকেটার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র ফাস্ট বোলার যশ দয়াল (Yash Dayal) গুরুতর অভিযোগ আনা হয়েছে। জয়পুরের সাঙ্গানের সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি একজন নাবালিকাকে ক্রিকেট ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে যৌন নির্যাতন করেছেন।
এফআইআরে অভিযোগকারী জানান, তিনি যখন ক্রিকেট খেলতেন, তখন যশ দয়ালের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুইবছর আগে তিনি নাবালিকা ছিলেন। সেই সময় দয়ালের দেখা হয় তাঁর। আইপিএল ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন আরসিবি-র বোলার।
তিনি অভিযোগ করেন, দয়াল তাঁকে ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অজুহাতে সীতাপুরার একটি হোটেলে ধর্ষণ করে। প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স ১৭ বছর হওয়ায় পুলিশ পকসো আইনে দয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে।
দুইবছর আগে, নির্যাতিতা নাবালিকা ছিলেন, সেই সময়ই তাঁর সঙ্গে জয়পুরে যশ দয়ালের দেখা হয়। আইপিএল ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন যশ। অভিযোগকারিণী জানিয়েছেন, যশ দয়াল তাঁকে ক্রিকেট সংক্রান্ত টিপস দেওয়ার অজুহাতে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিলেন।
আইপিএল-২০২৫ ম্যাচের সময় তাকে সীতাপুরার একটি হোটেলে ডেকে ধর্ষণ করা হয়েছিল। প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স ১৭ বছর হওয়ায় পুলিশ পকসো আইনে যশ দয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) খেলা ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে জুলাই মাসে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগেএর আগে যৌন নির্যাতনের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছিলেন। গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এই এফআইআর দায়ের করা হয়েছিল। সে সময় অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক, মানসিক এবং শারীরিক শোষণ করেছেন যশ।
এফআইআরে ধর্ষিতা ওই তরুণী জানিয়েছিলেন, দয়ালের সঙ্গে সাড়ে চার বছর সম্পর্কে ছিলেন তিনি। সেই সময় তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর থেকে টাকাও নিয়েছেন দয়াল। সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিয়ো কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই তরুণী। এ বার জয়পুরের এক তরুণী ধর্ষণের অভিযোগ করলেন আরসিবি বোলারের বিরুদ্ধে।
যশ দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এর আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন দলের সদস্য ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন।
২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়ার সদস্যও ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশ দলের হয়ে খেলেন।
বাংলাদেশ সিরিজ এবং বর্ডার গাভাস্কার সিরিজের সময় তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি।
২৭ বছর বয়সী যশ দয়াল প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন, যার মধ্যে তার সেরা বোলিং ৫/৪৮।