Evin Prison Iran most infamous jail: ৫ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই কারাগারে ১০ হাজার থেকে ১৫ হাজার বন্দি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এভিন প্রিজন। নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকে। ইরানের সবচেয়ে কুখ্যাত কারাগার এই এভিন প্রিজন। এই এভিন কারাগারেও হামলা চালিয়েছে ইসরায়েল।
তেল আভিভের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল এই এভিন প্রিজন। দেশের সবচেয়ে ভয়ংকর এই কারগারটিকে 'ব্ল্যাক হোল'ও বলা হয়। বন্দিদের চরম নির্যাতনের জন্য কুখ্যাত এই এভিন কারাগার।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগার। এটি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এভিন কারাগার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত।
এই কারাগারের সব তথ্য, সবকিছু সরাসরি আয়াতোল্লা আলী খামেইনির কাছে রিপোর্ট করা হয়। ৫ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই কারাগার।
১০ হাজার থেকে ১৫ হাজার বন্দি থাকার ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। এই কারাগার বন্দিদের উপর অত্যাচার, বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য কুখ্যাত।
এর মধ্যে রাজনৈতিক বন্দি, বিদেশি বন্দি-ই বেশি। ১৯৭১ সালে উত্তর তেহরানে এই কারাগার তৈরি হয়। তখন ইরানে ছিল রাজা শাহের শাসন।
ইরানের রাজা শাহ হাজার হাজার রাজনৈতিক বন্দিকে রাখতেন এই এভিন কারাগারে। যাদের অনেককে নির্যাতন করে হত্যা করা হয়।
সেই সময় কারাগারটি পরিচালনা করতেন সাভাক - শাহের 'গোপন' পুলিস। পরবর্তীতে শাহকে উৎখাত করে ইসলামী বিপ্লব হয়।
ইসলামি বিপ্লবের পর ১৯৮৮ সালে হাজার হাজার মানুষকে লোক দেখানো বিচারের পর এই এভিন কারাগারেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।