PHOTOS

Israel-Iran War: ইসরায়েলে পালটা জোরাল প্রত্যাঘাত ইরানের! তেল আভিভ-জেরুজালেমে মুহুর্মুহু মিসাইল-বিস্ফোরণ...

Iran attacks Israle​: মধ্য প্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই প্রকট হচ্ছে। শুক্রবার ভোর থেকে ইরানকে টার্গেট করে, অপারেশন 'রাইসিং লায়ন' শুরু করে ইজরায়েল। চুপ করে বসে থাকেনি ইরানও। একের পর এক ক্ষেপনাস্ত্র, পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় তেল আভিভ ও জেরুজালেমে। ইরানের প্রত্যাঘাতের নাম 'অপারেশন ট্রু প্রমিস ৩'। 

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের ডঙ্কা। ইসরায়েলে ইরানের প্রত্যাঘাত(Israel Iran War)। ইরানের এয়ার স্ট্রাইকে (Iran Strikes on Israel) জেরুজালেম ও তেল আভিভে মুহুর্মুহু বিস্ফোরণ। ঘনঘন বেজে উঠেছে সাইরেন।

2/7

শনিবার সকালে তেল আভিভে ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

3/7

বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইজরায়েলি প্রশাসনের। ইরানের সামরিক অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস-থ্রি।  ইজরায়েলি সেনা সূত্রে দাবি, অন্তত ১০০টি মিসাইল ছুড়েছে ইরান। অন্যদিকে, বেশিরভাগই রুখে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের।

4/7

শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন।

5/7

এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে।

6/7

ইসরায়েল ডিফেন্স ফোর্স দেশবাসীকে অনুরোধ করেছে যে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা ও পাঠানো নির্দেশাবলী মেনে চলতে। যেই বিস্ফোরণগুলি শোনা যাচ্ছে, সেগুলি হামলা বাধা দেওয়া বা পড়ে যাওয়া রকেটের কারণে। আইডিএফ বারবার বলছে যে, হামলার স্থান ও ভিডিয়ো কোনওভাবেই যাতে প্রকাশ বা শেয়ার না করা হয়।

 

7/7

ওদিকে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি দিয়েছেন তিনি।





Read More