Iran to delete Whatsapp: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে ইরান। দেশের সরকার নাগরিকদের মোবাইল ফোন থেকে এই অ্যাপটি সরিয়ে ফেলতে অনুরোধ জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এক ঘোষণায় এমন আহ্বান জানানো হয়।
সরকারি সম্প্রচারে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলের কাছে পাঠানো হচ্ছে। তবে এই অভিযোগের পক্ষে ইরান কোনও প্রমাণ প্রকাশ করেনি
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের অভিযোগ অ্যাপ বন্ধের জন্য একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে তখন, যখন এই অ্যাপ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তারা ব্যবহারকারীদের অবস্থান পরখ করে না, কে কাকে টেক্সট পাঠাচ্ছে তা সংরক্ষণ করে না এবং কোনো কথোপকথনের বিষয়ে নজরদারিও করে না।
এছাড়া হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তারা কোনও দেশের সরকারের কাছে তথ্য সরবরাহ করে না।
অ্যাপটি জানায়, তারা এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। ফলে বার্তা আদান-প্রদানের প্রক্রিয়ায় তৃতীয় কোনও পক্ষের পক্ষে তা পড়ে ফেলা সম্ভব নয়।
বিশ্লেষকেরা বলছেন, ইরান সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণেই নেওয়া হয়েছে।
ইরানে বিভিন্ন সময়ে বিদেশি অ্যাপ ও প্রযুক্তিপণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা অনেক সময় তথ্য নিয়ন্ত্রণ বা জনসাধারণের কর্মকাণ্ড পর্যবেক্ষণের উদ্দেশ্যেও ব্যবহার হয়ে থাকে।