Jannat-E-Kashmir by IRCTC: 'জন্নত-এ-কাশ্মীর'- IRCTC একটি দুর্দান্ত ৬ দিনের কাশ্মীর ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে যা খাবার, থাকার ব্যবস্থা এবং বিমান ভাড়া সহ সমস্ত ভ্রমণ খরচ কভার করবে৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) হল ভারতীয় রেলওয়ের একটি বিভাগ। যারা এই প্যাকেজের নাম দিয়েছে 'জন্নত-এ-কাশ্মীর'। এই কাশ্মীর ট্রিপ প্যাকেজটি চালু করছে , যা ২৯ মার্চ থেকে যাত্রা শুরু করবে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের পর্যটন কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে ঠিকই।
তবে সার্বিকভাবে পরিস্থিতি যে মোটেও আশাব্যঞ্জক নয়, তা মেনে নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরাও। আর এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে পর্যটক ফেরাতে মোদি সরকারের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে রেল।
আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত সাতটি জম্মু-কাশ্মীরমুখী প্যাকেজ ট্যুরের আয়োজন করছে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা আইআরসিটিসি।
জম্মু-কাশ্মীর প্যাকেজ ট্যুরের এই তালিকায় সংযোজিত হয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির থেকে চেনাব রেল সেতু। কলকাতা থেকেও আয়োজন করা হচ্ছে প্যাকেজ টুরের। সেই তালিকায় সংযোজিত হয়েছে পহেলগাঁও।
রেলমন্ত্রকের কর্তাদের দাবি, ভয় কাটছে সাধারণ পর্যটকদের। তাই সাড়া মিলছে যথেষ্টই। কলকাতার প্যাকেজ ট্যুরের নাম দেওয়া হয়েছে 'জন্নত ই কাশ্মীর।'
মোট ১১ রাত ১২ দিনের সফর। ঘোরানো হবে জম্মু, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পহেলগাঁও। আগামী ৩ জুন এই যাত্রা শুরু হবে। বুকিং শুরু হচ্ছে মাথাপিছু ২৫ হাজার ৩০০ টাকা থেকে।
দিল্লি থেকে এই সংক্রান্ত একটি ট্যুর শুরু হবে আগামী ১ জুন। তিন রাত চার দিনের এই ট্যুরে অন্তর্ভুক্ত থাকছে মাতা বৈষ্ণোদেবী দর্শন এবং চেনাব রেল সেতুর পরিদর্শন। দিল্লির এই ট্যুরের প্যাকেজ মূল্য শুরু হচ্ছে মাথাপিছু ১০ হাজার ৪৫৫ টাকা থেকে।
একইরকম আরও একটি ট্যুর মুম্বই থেকেও শুরু হচ্ছে। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীও। রেলমন্ত্রকের আধিকারিকদের দাবি, প্যাকেজ টুরের ক্ষেত্রে এই মুহূর্তে বহু পর্যটকই আইআরসিটিসি ট্যুরিজমের উপর ভরসা করছেন।
দেশব্যাপী এবং দেশের বাইরে নিয়মিতভাবে পর্যটনের আয়োজন করা হয়। নিয়মিতভাবে জম্মু-কাশ্মীরেও প্যাকেজ টুরের আয়োজন করা হতো।
তবে মাসখানেক ধরে তাতে কিছুটা ভাঁটা পড়েছিল। ফের রেলের যাবতীয় পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি তেমনই নির্দেশ এসেছে।