রবিবার কোচিতে শুরু ষষ্ঠ আইএসএল। প্রথম ম্যাচে মুখোমুখি দু বারের চ্যাম্পিয়ন এটিকে এবং কেরালা ব্লাস্টার্স।
২০ অক্টোবর ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ভারতীয় ডান্স ট্রুপ- কিংস ইউনাইটেড।
আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা টাইগার শ্রফ।
অনুষ্ঠানে উত্তাপ ছড়াবেন আর এক বলিউডি নায়িকা দিশা পাটানি।
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেতা দলকর সলমান। আইএসএল সিজন ৬ এর ওপেনিং সেরেমনি শুরু রবিবার ভারতীয় সময় সন্ধে ৬টায়।